রাওনাটের প্রবীণ আলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
------------------------------------------
ওহে শুনো, ওহে জানো,
রাওনাটের মাঠ-মালা, বটবৃক্ষের ছায়া,
প্রবীণ আলো জ্বলে উজ্জ্বল, শতবর্ষ পেরিয়ে,
জনাব আব্দুর রশিদ মোল্লা, গ্রামীন হৃদয়ের ছায়া।
উচ্চশিক্ষার দীপ না থাকলেও,
সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছিল তাঁর পদচারণা,
যৌবনের দীপ্তিতে তিনি মেলাতেন মাটির গান,
জমি জমা, বোনা মাপা, সবাইকে করতেন সমান।
বিনা পয়সায় সব কাজে এগিয়ে যেতেন,
সমাজের বিভেদ মিটিয়ে, বন্ধুত্বের ধারা গড়ে,
মাতব্বর বলেই ডাকতো তাঁকে,
রাওনাটের কন্যা-ছেলে, বৃদ্ধ-বৃদ্ধা সবাইকে ভালোবাসে।
রাওনাট হাছানীয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা,
শিক্ষার দীপ জ্বেলে, সমাজে পথপ্রদর্শক।
প্রবীণ আলো শিক্ষার মাটিতে বোনা,
ছাত্র-ছাত্রীদের মননে সত্যের দীপ জ্বালানো।
শতবর্ষ পেরিয়ে, হাসি উজ্জ্বল তাঁর মুখে,
প্রবন্ত প্রফুল্লতা, চোখে মিলিয়ে দুঃখ ও স্মৃতি,
সহপাঠী, বন্ধু, প্রিয়জনরা চলে গেছে দূরে,
তাঁর চোখে অশ্রু আসে, প্রভুর দরবারে হাত ওঠে।
রাওনাট গর্বিত, যে এমন আলো জন্মেছে,
মাটির গন্ধে মিশে, নদীর বয়ে যাওয়া স্রোতে,
প্রবীণ আলো এখনও প্রেরণা দেয়,
মানবতার দীপ জ্বালায়, সত্য ও ন্যায়ে।
মহান আল্লাহ, তাকে দান করুন নেক হায়াত,
চিরকাল উজ্জ্বল হোক রাওনাটের এই আলো,
সমাজের পথপ্রদর্শক, শিক্ষার মেলবন্ধন,
শতবর্ষ পেরিয়েও যেন মেলে আমাদের মাঝে আনন্দ।
-------------------------------------------
No comments:
Post a Comment