নির্লোভ চেয়ারম্যান গিয়াস উদ্দিন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
হে বিশ্ব শুনো, নবীণ প্রজন্ম জানো,
দূর্গাপুরের বুকে ছিলো এক দিগন্তের প্রাণো।
তিনি ছিলেন জনতার মাঝে প্রভাতের রবি,
দুঃখী-গরিবের মুখে আনতেন হাসির নবি।
ক্ষমতার অহংকারে তাঁকে কেউ দেখেনি কভু,
ছিলেন শীতল নদীর মত শান্ত-নিরভ্রু।
ফুলের মত কোমল, পর্বতের মত দৃঢ়,
জনতার হৃদয়ে গাঁথা তাঁর নাম অবিচ্ছেদ্য অক্ষর।
তিনি মুক্তিযোদ্ধা, ঝড়ের মাঝে বজ্রের আলো,
দেশের টানে বাজিয়েছেন শৌর্যের ঢাকের ঢলো।
একজন শিক্ষক, জ্ঞানের প্রদীপ জ্বালান,
অন্ধকার ভেদ করে ভবিষ্যৎ গড়ার গান।
গিয়াস উদ্দিন— সেই নির্লোভ প্রাণ,
ছিলেন মাঠের শস্য, নদীর কলতান।
“নিজের খাইয়া মোমবাতি” প্রতীকে দাঁড়িয়ে,
জনতার আস্থায় বিজয়ী হয়েছেন জাগিয়ে।
তাঁর সততা আকাশের মত অগাধ বিশাল,
তাঁর সরলতা শিউলির শিশিরে নীরব স্বচ্ছ কাল।
জনগণের হৃদয়ে তিনি চিরদিন অমর,
বসন্তের কুসুম, গ্রীষ্মের বটের ঘনছায়া ঘিরে ঘর।
হে দয়াময় আল্লাহ, করো দান তাঁরে,
হায়াতে তৈয়বা দাও, রাখো নূরের আলো বাহিরে।
যতদিন থাকবে এ ধরা, বাতাস আর গান,
গিয়াস উদ্দিনের কর্ম্ হবে মহিমান্বিত দান।
-------------------------------------
No comments:
Post a Comment