Saturday, September 13, 2025

স্কোয়াড্রন লিডার

 স্কোয়াড্রন লিডার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
তরগাঁওর তেজ, মুঃ মহসীন নাম,
আলাউদ্দিন–হালিমার গৃহে জন্মিল অবিরাম।
১৯৮৩—এসএসসি, লেটা সহ জয়,
প্রথম বিভাগে কৃতিত্ব, কাপাসিয়ার মহিমায়।

ঢাকার বিজ্ঞান কলেজে—১৯৮৫ তে দীপ,
এইচএসসি প্রথম বিভাগ, উড়াল স্বপ্ন সৃজিত।
১৯৮৬ জানুয়ারিতে বাহিনীর ডাকে,
জিডি পাইলট হলেন তিনি, আকাশের ফাঁকে।

১৯৮৮ জুনে একাডেমির শীর্ষে দাঁড়ালেন,
সব বিষয়ে প্রথম, Sword of Honour পেলেন।
কমিশন প্রাপ্ত হয়ে আকাশে ছুটিল,
ইন্সট্রাক্টর পাইলট হয়ে গৌরব আনিল।

অস্ট্রেলিয়া–তুরস্ক–পাকিস্তান শিক্ষা,
ফ্লাইট অপারেশন কমান্ডে আনিলেন দীপ্ত দীক্ষা।
স্কোয়াড্রন লিডার—পদোন্নতি তরে,
সাহসী সেনানায়ক দেশের প্রহরে।

কিন্তু—হায় নিয়তি! ২০০১ জানুয়ারি সাত,
এফ-৭ যুদ্ধবিমান ভাঙিল আকাশপথ।
শেষ ফ্লাইট শেষে রক্ত-রেখা ঝরিল,
দেশপ্রেমের অগ্নিতে প্রাণ নিবেদন করিল।

মহসীন—কাপাসিয়ার কৃতি সন্তান,
তোমার ত্যাগে জ্বলছে অনন্ত প্রাঙ্গণ।
স্কোয়াড্রন লিডার!—তোমার নাম অমর,
আকাশে, ইতিহাসে, জাতির অন্তর। 

No comments:

Post a Comment