হাবিবুর রহমান হাবিব, গণঅভ্যুত্থানের অগ্নি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
পথ চলার শুরুতে ছাত্রময়ী দিন,
কাপাসিয়া কলেজের মাঠে বাজল যে স্বাধীনতার সুর,
প্যানেলের শিরোনামে লেখা নাম,
জি.এস-এর প্রতীক—হাবিবের অমলিন দূর।
১৯৬৯-এর গণঅভ্যুত্থানের অগ্নি,
১৯৭০-এর নির্বাচনের গর্জন,
নেতৃত্বের পথে তিনি দৃঢ়,
বঙ্গতাজ ও ফকির সাহাবুদ্দিনের স্নেহধন্য বরণ।
স্বাধীনতার ঝড়ে অংশ নিলেন গর্বিত,
বীরত্বের স্বাক্ষী, সংগ্রামের স্মৃতিতে লিপ্ত।
১৯৭৫-এর অন্ধকারেও আলোয় বিশ্বাস রাখলেন,
আওয়ামী লীগের গণতান্ত্রিক ধারা রক্ষা করলেন।
সোহেল তাজের পাশে দাঁড়িয়ে,
ফ্রন্টলাইনে ফিরে এলেন হাবিব।
জনতার মাঝে ঘুরে বেড়িয়ে,
আস্থা ও সাহস বন্টন করলেন, অবিরাম।
বিপদময় সময়েও ভোটের ঝড়ে জয়ী,
রায়েদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের খিতাবে ধরা।
রাজনীতির খেলায় হেরে গেলেও,
বঙ্গবন্ধুর আদর্শে মাথা নত করলেন না কখনো।
শেখ হাসিনার আহ্বানে উত্তর দিলেন সদা,
প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রেখেছিলেন অবদান অম্লান।
ব্যক্তিগত জীবনে—শিক্ষা অনুরাগী,
ধর্মপরায়ণ, সাহসী ও সৎ—হিসেবে সুপরিচিত।
গাজীপুর সুধী মনে রাখে,
সর্ব মহলে রইল তার সুনাম ও সম্মান।
আমার হৃদয় জানে, সম্পর্কের গভীরতা,
শব্দে বর্ণনা নেই, চোখের জলেই প্রকাশ পায়।
আজ বেলা ৩:৩০ মিনিটে, পারিবারিক কবরস্থানে,
চিরনিদ্রায় শায়িত হলেন হাবিবুর রহমান হাবিব।
হাজার জনের চোখে অশ্রু,
জানাজার নামাজে বিদায়ের অমোঘ স্মৃতি।
প্রার্থনা করি আল্লাহর কাছে—
জান্নাতের সর্বোচ্চ মাকাম হোক তার নিকট।
আমীন।
-----------------------------------------------------------------
No comments:
Post a Comment