বিপ্লব
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*********************************
সেদিন ছিল ১৯৯৩ সালের ১৯শে ফেব্রুয়ারি,
কাকডাকা ভোরে রক্তাক্ত হলো ইতিহাসের বুক।
খালেদ খুররমের বাসার সামনে
রাজনৈতিক প্রতিপক্ষরা ছিনিয়ে নিল এক তরুণ সূর্য—
তুমি, জাহিদুল হক খান, সবার প্রিয় বিপ্লব।
কাপাসিয়া কলেজের মাঠে তুমি ছিলে মশাল হাতে,
ন্যায়ের স্লোগানে তুমি জ্বালালে ছাত্রদের বুক।
তুমি বলেছিলে—
“সত্যকে হত্যা করা যায় না,
আদর্শকে রুখে রাখা যায় না।”
তাই তো তোমার কণ্ঠ ছিল বজ্রের মতো দৃপ্ত।
কিন্তু রক্তাক্ত হলো তোমার শরীর,
অবশেষে তুমি পিজি হাসপাতালে
মৃত্যুর সাথে লড়ে হার মানলে,
আর আমাদের ছেড়ে চলে গেলে নিঃশব্দ যাত্রায়।
ভগ্নিপতি রাফাত সরকারের কোলে তুমি শুয়ে থাকলে,
তার চোখের জলেও লুকানো ছিল শোকের প্রতিফলন।
তবু হে বিপ্লব, তুমি মরে গেলে না—
তুমি আছো প্রতিটি মিছিলে, প্রতিটি তরুণের চোখে।
আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন,
তোমার রক্ত হোক শহীদের মুকুটের আলো।
তুমি থেকো আসমানের পবিত্র বাগানে,
আমরা রাখব তোমার আদর্শ বুকে অমলিন সূর্যের মতো।
-------------------------------------------------------------
No comments:
Post a Comment