প্রথম ইঞ্জিনিয়ার (বুয়েট)
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************************
চিনাডুলী গ্রামে জন্ম আলো ১৯৪০ সালের দশ এপ্রিল,
নাজমুল হাসান খালেদ উজ্জ্বল, ধর্মভীরু, দানশীল।
পিতা আখতার উদ্দিন আহমেদ, মাতা সামসুন্নাহার বেগম,
প্রচারে নয়, কেবল প্রিয়, মানুষের কল্যাণে তার যাত্রা সুন্দর।
শিক্ষার যাত্রা বাঘিয়া স্কুলে, নারায়নপুর মাইনর পড়া,
ঢাকার জেলার স্কলারশিপে চতুর্থ স্থান পাকা।
১৯৫২ কাপাসিয়া পাইলট ভর্তি, ১৯৫৬ ম্যাট্রিক পাশ,
আনন্দ মোহন কলেজে প্রথম বিভাগে আই এস সি তার আশ।
১৯৫৮ আহসান উল্লাহ কলেজে ভর্তি, বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ ১৯৬৩,
কাপাসিয়ার প্রথম বুয়েট ইঞ্জিনিয়ার, ইতিহাসে তার খ্যাতি।
ইষ্ট পাকিস্তান ওয়াপদা পাওয়ার চাকরি তিন বছর,
চাকরি ছেড়ে ব্যবসার পথে, জীবন সার্থক হয় সেই সময়ের।
১৯৭৭ বঙ্গ বন্ধু স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপন,
১৯৭৮ লিবিয়ায় ইলেকট্রিক সাবস্টেশন, কাজের প্রাণ।
১৯৯০ দেশে ফেরার পর, ক্রমে ব্যবসা প্রতিষ্ঠা,
১৯৮৪ জাহাসের ব্যবসা, ১৯৮৫ পিপুলস ইন্সুরেন্স,
১৯৮৭ গার্মেন্টস, ১৯৯৫ আল-অরাফাহ ব্যাংক, ১৯৯৭ নারিশ পোল্ট্রি,
২০০১ পুপুলার লাইফ, ২০০৮ টেলনেট কমিউনিকেশন প্রতিষ্ঠা।
দেশপ্রেম, মানুষের সেবা, সহজাত প্রবৃত্তি তার দিশা,
প্রথম বুয়েট ইঞ্জিনিয়ার, নাজমুল হাসান খালেদ,
জীবনের ছন্দে কর্মে সাফল্যের আলো ছড়ায়,
চিনাডুলী থেকে বিশ্বপথ, উদার হৃদয় তার ছোঁয়া ছায়।
No comments:
Post a Comment