হে সততার গান, আইয়ূবুর রহমান খান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
হে যুগ-বিস্ময়, হে বজ্র-শিখা, হে অগ্নি-গগন-প্রাণ,
তারাগঞ্জের গৌরব তুমি—কাপাসিয়ার অমর সন্তান।
শত বছরের প্রাচীন বিদ্যালয়ের শ্রেষ্ঠ আলোকধারা,
তুমি যেন গর্জন-তুফান, রক্তিম ভোরের কারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে উঠেছিলে বিদ্যুতের গান,
বাংলা ভাষার মুকুটে বসেছিলে দিগন্তের প্রাণ।
শিক্ষকতার মশাল হাতে জ্বালিয়েছিলে জ্ঞানের রণ,
মনোহরদী, নরসিংদীর প্রাঙ্গণে ছড়িয়েছিলে অগ্নিবাণ।
তারপর ঝাঁপিয়ে পড়েছিলে মাঠ-প্রশাসনের যুদ্ধে,
উপজেলা থেকে মন্ত্রণালয়—সত্যের জয়গানে রুদ্ধ।
অতিরিক্ত সচিবের আসনে থেকেও শাসন করনি অহংকারে,
তুমি ছিলে মাটির ফেরেশতা—সততার বজ্র-হুঙ্কারে।
তোমার হাতের দহনশিখায় জেগেছিল কলেজ, হাসপাতাল,
তাজউদ্দীন মেডিকেল, নার্সিং কলেজ, তারাগঞ্জের গৌরবজ্বল।
বিআরটিএ’র আসনেও তুমি ছিলে বজ্রের বজ্রনিনাদ,
নিরাপদ সড়কের রণভেরিতে কাঁপিয়েছিলে অন্যায়-সিন্ধুবাদ।
কলম ছিল তোমার তরবারি—সংবাদ পাতায় আগুনের ছাপ,
“শীতলক্ষ্যা”র অক্ষরে তুমি জ্বালিয়েছিলে মুক্তির প্রতাপ।
আজ অসুস্থ শরীর বাঁধে তোমার অগ্নি-ঝড়ের পথ,
তবু ডায়ালসিসের আঁধার ভেদ করে দাও বজ্রের শপথ।
হে আলোক-যোদ্ধা, হে নীতি-অগ্নি, হে সততার গান,
তুমি আমাদের প্রাণে অনল, যুগে যুগে অমর প্রাণ।
যতদিন আকাশে সূর্য উঠবে, বজ্র গর্জিবে মাঠে,
ততদিন আইয়ূবুর রহমান খান থাকবেন অগ্নি-শিখার সাথে!
------------------------------------------------------------------
No comments:
Post a Comment