Sunday, September 14, 2025

মানবতার কুঞ্জ

 মানবতার কুঞ্জ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
শুনো হে বিশ্ব! রাওনাটে আজ, জ্বলে উঠেছে অগ্নিশিখা,
তরুণের মুষ্টি আকাশ ছোঁয়, মানবতার বাঁশি বাজায় দিশা!
আপন অর্থ, আপন মেধায়— ছুটে চলে প্রলয়-গানে,
তাদের নাম ভাই বন্ধু ফাউন্ডেশন, বীরের জয়ধ্বনি আনে!

মাসুম মোল্লা কান্ডারী হে, অকুতোভয় তরীর হাল,
অসহায় দুঃখীর বুকের মাঝে, জ্বালায় আলোর বিপ্লব জ্বলাল!
সহ-সভাপতি আনিস, মোবারক, সোহেল, আমিনুল প্রাণ,
হেমায়েত, খোরশেদ, সিদ্দিকুর—তাদের হাতে অগ্নি-বাণ!

আবু সাইদ সাধারন হে, কলমে লেখে আগুন গান,
মহসিন, জাহিদ, রাকিব, তানভীর— যুগ্ম কলমে বজ্র ত্রাণ।
ইয়াসিন, রাকিবুল, মীর হাসিব— শৃঙ্খলার দীপ জ্বালে,
শাহীন, ইমরান, শাওন মিলে— বজ্রকণ্ঠে ডাক দেয় কালে!

নাইম পাঠান প্রচার-বাজা, রায়হান দপ্তরে বজ্রতরী,
তাওহীদ মোল্লা শিক্ষার শিখা, কামরুল অর্থে অদম্য ধ্বজধারী।
সীমা আক্তার নারীশক্তি, এরশাদ আইন-অগ্নিশিখা,
কাউসার টেকনো দিশারী, জাহিদ হাসান আন্তর্জাতিক দীপিকা!

ইমন সমাজের মহারথী, আবির পাঠান পাঠাগার,
মুরসালীন ধর্মের বাণী, রাফিন স্বাস্থ্য—জীবনধার।
শাহীন, তাহসান, আশিক, সজিব, হৃদয়— তরুণ শপথ নেয়,
“রক্ত দেব, প্রাণ দেব, মানবতার পতাকা আকাশে বইবে সদা দ্যোতনায়!”

আবুল হোসেন প্রধান উপদেষ্টা, জ্ঞান-বাতিঘর আলোকিত,
মিজান, আকরাম, মোস্তাফিজ, আজিজুল— অভিজ্ঞতায় অগ্নিমিত।
মোবারক, ইব্রাহীম, বাহার, ইউনূস— উপদেশের দিশা দেয়,
খোকন, নওফেল— শপথ নেয়, মানবতার জয়গান গেয়ে যায়!

ওরে বিশ্ব! শোন হুংকার—
“ভাই বন্ধু ফাউন্ডেশন” ঝড়ের মতো এগিয়ে চলে,
মদ-জুয়া, আফিম, সন্ত্রাস— ভেঙে দেয় লোহার তলে!
অসহায় রোগীর প্রাণে আজ, তাদের রক্ত জীবন গান,
দুর্বলের শক্তি, দুঃখীর মুক্তি— তাদের অগ্নি-প্রাণ!

তাদের কণ্ঠে বজ্রধ্বনি—
“অন্ধকার ভাঙবো আমরা, জ্বালাবো প্রভাতের আলো,
মানবতার কুঞ্জ আমাদের, অমর শপথে অটল ভালো!”
ভাই বন্ধু ফাউন্ডেশন— ওরে বিশ্ব, তোর মশাল, তোর জয়গান,
মানবতার বিজয় নিশান, উঠুক আকাশে অনন্তকাল!
-------------------------------------------------------------------------


No comments:

Post a Comment