যদি নেতা হতে চাও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*********************************
যদি নেতা হতে চাও—
তবে কণ্ঠে আনো বজ্রের গর্জন!
স্বদেশের রক্ত-চেতনা বুকের ভেতর
ধরো প্রলয়ের অগ্নি-অর্জন!
দেশপ্রেম হবে তলোয়ার হাতে,
সংবিধান হবে ঢাল,
ন্যায়ের নামে ঝাঁপিয়ে পড়ো,
অন্যায় হোক ধ্বংসজ্বাল!
গণতন্ত্রের জ্বলন্ত মশাল
তুমি বহন করো শপথে,
জনতার মুক্ত কণ্ঠস্বর
গর্জে উঠুক রণহুঙ্কারে।
সাম্য হবে ঝড়ের ঢেউ,
ঐক্য হবে বজ্র-ডাকে,
সাম্প্রদায়িক বিষ-সাপগুলো
দলিত হবে পদতলে।
দেশদ্রোহীর বুকের মাঝে
আঘাত করো অগ্নি-শরে,
ফ্যাসিবাদের দুর্গ পুড়িয়ে দাও
দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্র জুড়ে।
আইনের শাসন হবে মহীরুহ,
যেখানে অন্যায় ছিন্ন,
সভ্য ভাষায় দাও উত্তর,
অসভ্যতা হোক লুপ্ত-নিঃশেষ।
ভিন্ন মতকে সম্মান দাও,
তবে দেশদ্রোহ নয়!
জনতার রায় মানতে শিখো,
অসত্যের নেই কোনো জয়।
সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি—
সব ভস্ম হবে রণ-বজ্রে,
যদি নেতা হতে চাও—
তবে গর্জে ওঠো দুর্দম বজ্রে!
বলো আগুনের মতো হুঙ্কার দিয়ে—
“আমি নই ভণ্ড নেতা, আমি ঝড়!
আমি নই লোভের ক্রীতদাস,
আমি জনতার রুদ্র-অবতার!
অন্যায়ের সিংহাসন ভেঙে দেবো,
দমিতের ডাক হবে জাগরণ!
আমি নেতা নই—আমি বিদ্রোহী,
আমি বজ্র-গর্জন!”
-----------------------------------------------------------
No comments:
Post a Comment