প্রথম ব্যারিস্টার শিহাবুদ্দীন মাহমুদ
- মোঃ আমিনুল এহছান মোল্লাপ্রথম ব্যারিস্টার শিহাবুদ্দীন মাহমুদ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
ঘাগটিয়ার মাঠে ফুলের হাসি,
সেখানে জন্মেছিল এক জ্যোতির্ময় মানুষ।
শিহাবুদ্দীন মাহমুদ—ব্যারিস্টারের পথিক,
জ্ঞান আর ধৈর্যের মিশ্রণে গড়া মহাপ্রাণুষ।
শিশু হেসেছিল নদীর ঢেউয়ে,
পাখির গানে শিখেছে তিনি প্রজ্ঞার খোঁজ।
বিদ্যালয়ের কাঁপা দেয়াল যেন প্রেরণার অঞ্জলি,
সেখানে ধরেছিল তার স্বপ্নের ডানা।
ঢাকার আলোয় পড়েছে তার চোখের দীপ,
অঙ্কন করেছে আইন ও ন্যায়ের বিশাল চিত্র।
লন্ডনের মেঘমালা, বইয়ের পাতা,
গড়েছে মননে বিচারিক প্রজ্ঞার বাতাস।
অপূর্ব দক্ষতা তার শব্দে ঝরে,
নদীর ধারা, পাহাড়ের সান্নিধ্য খুঁজে পায়।
মাঠ-ঘাসের কোমলতা তার অন্তরে বাজে,
অবিচল ন্যায়ের গর্জন শুনায় সারা দেশে।
কাপাসিয়ার মাটি, ঘাগটিয়ার গহ্বর,
জন্ম দিয়েছে এক মণিমুক্তার জ্যোত্বর।
শিহাবুদ্দীন মাহমুদ—প্রজ্ঞার দ্যুতি,
যার পথে আলোকিত, তরুণ হৃদয় অনুপ্রাণিত।
পাখির ডানা, নদীর কণার মতন,
তার প্রতিটি পদক্ষেপ ছড়ায় ন্যায়ের আলো।
মাটির বুকে প্রতিস্ফুরিত এক গর্বের গল্প,
ঘাগটিয়ার সন্তান, ব্যারিস্টারের নাম—অমর ও অম্লান।
------------------------------------------------------------------
No comments:
Post a Comment