জুম্মা মোবারক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাতারিখঃ ৫-০৯-২০২৫ ইং
স্থানঃ রওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
জুম্মা মোবারক, জুম্মা মোবারক,
আল্লাহর নূরে ভরে হৃদয় অমল।
আযানের সুরে জাগে অন্তরের আলো,
নামাজের দিনে মুছে যায় পাপের পালো।
রাসূলের বাণী মনে রাখি আমরা,
তওবা, দরুদ, সালামে ভরে অন্তর ধরা।
মসজিদের মিনার যেন আকাশের বাতি,
প্রাণের অন্তর জ্বলে নূরের রাতি।
ফেরেশতার দল নূরে ভরে কোণে কোণে,
জুম্মার বরকতে শান্তি ছড়ায় হৃদয়ে মোণে।
সেজদার মাটিতে ঝরে অশ্রু বিন্দু বিন্দু,
পাপ মুছে যায়, হয় প্রাণ নির্মল, নীরব মৃদু।
হে মুমিন! হৃদয় করো আলোর খোঁজ,
জুম্মার দিনে বরকত ছড়াক জীবনের অন্তরোজ।
আল্লাহর রহমত ভরুক আসমান জুড়ে,
সকল জবান বলুক—“জুম্মা মোবারক” ধ্বরে।
জুম্মা মোবারক, জুম্মা মোবারক,
আল্লাহর নূরে ভরে হৃদয় অমল।
---------------------------------------------------------------------
No comments:
Post a Comment