Wednesday, September 10, 2025

মরহুম বাদল লস্কর

 মরহুম বাদল লস্কর

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
মরহুম বাদল লস্কর
গাজীপুরের গর্বিত সন্তান, যাঁর নাম ইতিহাসে অম্লান,
৬৯-এর গণঅভ্যুত্থানে ছিলেন অগ্রসেনানী, সংগ্রামের প্রতীক মানব।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা, নেতৃত্বের দীপ্তি,
১৯৭৫-এর পর আওয়ামী লীগ পুনর্গঠনে ছিলেন অদম্য শক্তি।

আইনজীবী হিসেবে খ্যাতি অর্জন, ন্যায়ের পক্ষে ছিলেন সদা সোচ্চার,
ফকির শাহাব উদ্দীন আহমেদের সহচর, আইন ও রাজনীতির মিশ্রণে ছিলেন পারদর্শী।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য, বারবার নির্বাচিত,
রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান ছিল অতুলনীয় ও অমূল্য।

সহধর্মিণী ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর,
বর্তমানে মহিলা আওয়ামী লীগের সহসভাপতি, নেতৃত্বের প্রতীক নারী।
দশ বছর আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন,
তাঁর অবদান চিরকাল স্মরণীয় ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

মরহুম বাদল লস্করের আত্মত্যাগ ও সংগ্রাম আমাদের পথপ্রদর্শক,
তাঁর জীবন ও কর্ম আমাদের অনুপ্রাণিত করবে চিরকাল।
গাজীপুরের মাটিতে জন্ম নেওয়া এই মহান নেতাকে জানাই বিনম্র শ্রদ্ধা,
তাঁর স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে, অমর থাকবে তাঁর নাম।


-----------------------------------------------------

No comments:

Post a Comment