Thursday, September 11, 2025

কিংডম কাপাসিয়া

 কিংডম কাপাসিয়া

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*******************************
কিংডম কাপাসিয়ার রাজ্যে, ডাক নাম কাফাইস্যা,
মুদ্রার জ্বলে আলো, সবাই বলে টেহা।
প্রদেশ এগারো ছড়িয়ে আছে জ্বলে ধরা,
সিংহশ্রী, রায়েদ, টোক, ঘাগটিয়া, বারিষাবের সারা।

সনমানিয়া, করিহাতা, তরগাঁও চলে আসে,
কাপাসিয়া, চাঁদপুর, দুর্গাপুর জুড়ে মিলে আছে।
রাজধানী কাপাসিয়া, গর্বে ভরে রয়ে,
জাতীয় পোশাক শাড়ি আর তফন দিয়ে সাজে শহরে।

হটকির বর্তা আলুর সঙ্গে, খাবারের দুনিয়া,
জাতীয় মাছ পাঙ্গাশ, হালিক উড়ে আকাশে।
লাউ সবজি, লাল শাক, পুষ্টি দেয় ধারা,
নকশি পিঠা, লাল শাপলা—প্রপোজ করার ধারার ধারা।

কাডল ফল মিষ্টির মাঝে, জিলাপি মিলল শুক্রবারে,
জাতীয় হাসপাতাল কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে।
গরীবের পদ্মা সেতু, ফকির মজনু শাহের নাম,
ধাঁধার পর্যটন স্থান, বাড়ির সাথে আছে দাম।

কাপাসিয়া ভূইয়া মার্কেট, পুরনো বাজারের গর্ব,
রুপ নগর পার্কে সবুজ, দখল করে প্রকৃতির স্বর্গ।
পরিবহন অটো, গালির হা*লা চলে বাজে,
চা-পানের ব্যবসা, হাটে গরুর হাট আজও আসে।

শহীদ তাজউদ্দীন আহমদ কলেজ, শিক্ষার আলো ছড়ায়,
রাজ্জাক বিড়ি আর স্টার সিগারেট খুশি মন ভরায়।
দুরু বা*লের কথা, খুনসুটি জাতির ডায়লগ,
“সময় হউক তোরে দেইখা নিমু”–হুংকারে ভরে পথের লগ।

শেষে খাইস্টা লোকের নাম, কমেন্টে সবাই জানায়,
কিংডম কাপাসিয়া–জীবনের ছন্দে, সবার মন ভাসায়।
------------------------------------------


No comments:

Post a Comment