“বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাফিজ উদ্দিন”
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
ওহে আকাশ-তল, শোনো এই তুমুল বিদ্রোহ,
কাপাসিয়ার একডালা, জেগে উঠল রণভূমির অভিসন্ধান।
স্বাধীনতার অগ্নিপথে পা রেখেছিলেন তিনি,
হৃদয়ে জ্বলে লালজোড়া স্বাধীনতার শিখা, অটল অম্লান।
পলাশ-ঘোড়াশালের শ্রমিকের হ্রদয়ে তিনি,
চিহ্ন এঁকেছিলেন জীবন-মুক্তির স্বপ্নের রঙিন মানচিত্রে।
বঙ্গবন্ধুর ডাক শোনে, রাশিয়ার মাটিতেও গিয়েছিলেন তিনি,
অধিকার-অধর্মের সঙ্গে লড়াই, হৃদয় দিয়ে লড়েছিলেন।
স্বৈরাচারী এরশাদের আঁধারে কারাগারের ছায়া
তেও অটল ছিলেন, দমে যাননি, ভাঙেননি হৃদয়ের প্রাচীর।
ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক পথে জড়িয়ে ছিলেন সর্বদা,
মুক্তিযুদ্ধের অগ্নিপথে তাঁর পদচিহ্ন জ্বলজ্বলে আজও।
জানাজার মাঠে দাফনের কফিনে বাজলো রাষ্ট্রের সালাম,
চোখে জল, হৃদয়ে শ্রদ্ধা, মাতৃভূমির অম্লান প্রণাম।
শ্রদ্ধা জানালেন ছাত্র, যুবক, মুক্তিযোদ্ধা, নেতা—
সকলেই বলল, “অমর হোক তোমার আদর্শ, বীর হাফিজ।”
৮৬ বসর বয়সে বিদায় নিয়েছেন ধরণী থেকে,
কিন্তু তাঁর বিদ্রোহ, তাঁর সাহস, চিরন্তন হয়ে রইল প্রাণের মাঝে।
শ্রেষ্ঠত্বের ইতিহাস লিখেছিলেন শাসক-বিরোধী বিদ্রোহে,
কাপাসিয়ার ভূমি আজও গর্জায় তাঁর মুক্তি-গাথায়।
ওহে নবীণ প্রজন্ম, শুনো, শোনো, শোনো!
এ বীরের জীবনের গাথা, বুকে ধারণ করো,
যেখানে স্বাধীনতার ডাক, শ্রমিকের অধিকার, মানবতার জয়—
সেই পবিত্র তুফান আজও উজ্জ্বল করে আকাশ-পাতাল।
--------------------------------------------------------------------
No comments:
Post a Comment