Thursday, September 11, 2025

জুলুমের ফল

 জুলুমের ফল

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*********************************
ওহে মানুষ, শুনো আল্লাহর বাণী,
যিনি জানেন গোপন ও প্রকাশিত হৃদি।
"যারা জুলুম করেছিল এই পৃথিবীতে,"
আল্লাহ বলেন, "তাদের জন্য ধ্বংসের ঘড়ি।"
(সুরা আল-আনআম, 6:65)

তুমি যে শাসক, শক্তি হাতে,
অন্যায়ের ছায়া ফেলে দুনিয়ার রাস্তাতে।
হাস্যরসের পেছনে লুকিয়ে আছে অশ্রু,
আল্লাহ বলেন, "তাদের কৌশল ব্যর্থ হবে, ধ্বংস অনিবার্য।"
(সুরা আল-আনফাল, 8:25)

প্রতিটি অহংকার, প্রতিটি নিপীড়ন,
ধূলির ন্যায্য পথে গড়াবে ধ্বংসের দহন।
ফিরে আসবে সেই দিন, যখন কালে,
তুমি হিসাব দেবে, কোনো লুকোনো নয়।
(সুরা আল-ইমরান, 3:182)

শাসন যদি হয় জুলুমের প্রতীক,
দূর হবে শান্তি, হারাবে মানুষিক শক্তি।
"আল্লাহ শাসক ও নিপীড়ককে চিহ্নিত করেন,"
যথাযথ প্রতিফল হবে তার বিচার্যে।
(সুরা আল-মুমিনুন, 23:47)

তবু মনে রেখো, ক্ষমতা কেবল ক্ষণস্থায়ী,
সৎ পথের আলোই চিরন্তন, জুলুমের শেষ নাই।
জুলুমের পরে আসে বিধ্বংস, অনন্তের ঘোর,
নিবিড় অন্ধকারে হারায় অহংকার, মিথ্যা জয়।
(সুরা আল-ক্বাসাস, 28:83)

-------------------------------------------------------------

No comments:

Post a Comment