ঝরে যাওয়া নক্ষত্র
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
রাওনাটের বুকে জ্বলে দিগন্তের স্বপ্নময় দীপ,
মোঃ তাজউদ্দিনের হৃদয়—মানবতার অম্লান নীপ।
পিতার ছায়া লোকমানের প্রেরণা ছড়ায় পথচলায়,
মেঘের আবরণেও খোঁজে তার উদারতার অভয়।
নদীর ঢেউয়ে ভেসে আসে তার দয়া অমলান্ত,
ঝর্ণার ঝনঝনে বাজে তার মানবিক শান্ত।
বটবৃক্ষের ছায়ায় বিশ্রামের মতো গভীর শান্তি,
পাতার নড়াচড়ায় খুঁজে পাই তার প্রীতির অনন্তি।
সোনালি ধানের খেতে হরিণের খেলা,
প্রকৃতির অলঙ্কার সবই যেন তার দান খোঁজা দেলা।
রাত্রির তারা কেঁদে যায় তার হাসির মধুর সুরে,
ঝরে যাওয়া নক্ষত্রও শোনায় তার নাম নিরবধূরে।
পাহাড়ের কোল, বাতাসের সুরে বাজে তার বাণী,
পাখির গান, পাতার নড়াচড়ায় খুঁজে পাই তার জানী।
আমরা প্রার্থনা করি, আল্লাহর রহমতে হোক মাগফেরাত,
রাওনাটের মাটিতেও বেঁচে থাকুক তার গুণের চিরন্তন অলঙ্কার।
নদীর প্রতিফলনে, আকাশের নীরব চাঁদনি,
তার স্মৃতির দীপ্তি ছড়ায় শান্তি ও অনন্তনী।
বাতাসে মিশে থাকে তার উদারতার অমৃত,
প্রকৃতির প্রতিটি কোণে বাজে তার দানবীর গীত।
----------------------------------------------------
No comments:
Post a Comment