Wednesday, September 10, 2025

বিপ্লবী আলো

 বিপ্লবী আলো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
আমি বলি—
ওরে কালো শক্তি! তোরে চূর্ণ করিবে আজ কামালের কলম,
বজ্রের মত গর্জে উঠিবে সে— বিদ্রোহী সৈনিক, শপথ-ধম।

কাপাসিয়া থানা ছাত্র দলের সাবেক সভাপতি,
কাপাসিয়া প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি,
কাপাসিয়া থানা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য—
লক্ষ প্রাণের প্রিয় মুখ সে, নম্র ভদ্র, তবু আগুনের ঝড়,

রাজপথে তার পদধ্বনি বাজে, অন্যায়ের বুক ফাটে বিদ্রোহী ভয়ার।


সে কলম— বজ্রাস্ত্র! আতঙ্ক জুলুমের শত্রু, হুলিয়ার ভীতি,
শোষিতের কান্না ঝড় হয়ে ওঠে, তার হাতে লেখা মুক্তির গীতি।

ওরে মদিরার নেশায় মাতাল দানব!
ওরে চাঁদাবাজ, সন্ত্রাসের কালো ব্যাধি!
দেখ— এফ এম কামালের রুদ্র কলমে,
অগ্নি ঝরে আজ বজ্র-স্মৃতি।

সে শহীদ জিয়ার অগ্রসৈনিক,
জাতীয়তাবাদের দীপ্তি জ্বালে,
লাল-সবুজের সোনার বাংলা—
তার প্রাণে চিরদিন গানে গানে।

হে বিপ্লবী আলো!
তুমি জাগাও কালো রাতে সূর্যের প্রখর জ্যোতি,
অন্যায়ের প্রাচীর ভাঙো, মুক্ত করো শৃঙ্খল-বন্ধন অমৃতি।

তুমি যেন পূর্ণিমার শুভ্র চাঁদ—
তবু ভেতরে জ্বলে আগুনের শিখা,
কভূ না নত হও, মাথা উঁচু রেখে
বিদ্রোহীর বজ্র হুঙ্কার দাও, সত্যের দিশা।
--------------------------------------------


No comments:

Post a Comment