Monday, September 8, 2025

দালালের খপ্পরে বাংলাদেশ

 দালালের খপ্পরে বাংলাদেশ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
ওরে তোরা কি শুনেছিস,
দালালের খপ্পরে কাঁদিছে আজ আমার বাংলাদেশ!
স্বদেশের বুক চিরে উঠছে রক্তজবা—
লোভের আগুনে পুড়ছে লাল সবুজের নিশান।

ওরা বলে দালাল—ওরা বলে দেশদ্রোহী,
আসলে কারো মুখোশেই নেই নির্মল পরিচয়!
স্বাধীনতা পক্ষ হোক বা বিপক্ষ—
সবাই ক্ষমতার জ্বরে মাতোয়ারা ভণ্ড খেলা।

ব্লেইম গেমের ঢাকের তালে—
মৃত্যুর নাচ নাচায় জাতিকে,
ওরে! কারো কণ্ঠে নেই ঐক্যের গান,
কারো চোখে নেই জনতার অশ্রু!

আমি দেখি ভয়ঙ্কর ঝড়—
দালালের চক্রে ভাঙছে সাম্য, ছিন্ন হচ্ছে ঐক্য,
দেশপ্রেমিকের দুর্ভিক্ষে জাতি আজ লণ্ডভণ্ড,
ক্ষমতার মোহে স্বদেশ বিকোয় প্রতিদিন।

ওরে বিশ্বাসঘাতক!
তোরা কি জানিস না?
শুধু লাল সবুজের পক্ষেই বাঁচে এই বাংলাদেশ!
আমি চাই—
প্রতিটি প্রাণে জ্বালো দালাল বিদ্বেষী আগুন,
প্রতিটি কণ্ঠে উঠুক বিদ্রোহীর গর্জন—

“আমরা সবাই হবো লাল সবুজের দালাল!”
তবেই জাগবে নতুন ভোর,
তবেই ফুটবে স্বাধীনতার সোনার সূর্য—
বাংলাদেশ হবে অমর, অজেয়,
বিদ্রোহী গানের বজ্রধ্বনিতে!
---------------------------------------------------


No comments:

Post a Comment