রক্তের লাল রেখা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************
সেদিন সূর্যও স্তব্ধ, আকাশ চুপচাপ কাঁদছে,
২৭ সেপ্টেম্বর, ১৯৯৪, মঙ্গলবার, দুপুর ১.৩০ মিনিটে।
ডিগ্রী কলেজের প্রাঙ্গণে তরুণদের উল্লাস,
বিপ্লবী মিছিল, স্বাধীনতার তরে হৃদয় ফুঁসে ওঠে।
ঢাকা থেকে আগত ক্লান্ত শরীর, মনির ভাই,
বিয়ের স্বর্ণ অলঙ্কার হাতে, স্বপ্নের আলোয় ভরা।
হঠাৎ লাঠি, সোটা, উশৃঙ্খল দলে আঘাত,
রক্তের লাল রেখা ছড়িয়ে দেয় মৃত্যুর ছায়া।
বাক স্থবির, দেহ নিস্তব্দ, প্রাণের চঞ্চলতা থমকে,
দুইদিন পর বিয়ের আনন্দ, মৃত্যুর মুখে ধাবিত।
পিজি হাসপাতালে রাহাত সরকারের কোলে,
শেষ নিঃশ্বাস ত্যাগ, আকাশ বাতাসে নামল শোকের ছায়া।
ছাত্রদের নিবেদিত প্রাণ, ভিপি প্রার্থী, নন্দিত,
মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন চিরন্তন অমলিন।
আমার আব্বা ডাকাতের হাতে আহত, রাত দুইটায়,
ক্ষতবিক্ষত শরীর নিয়ে ডাঃ মতিলালের দ্বারে মনির ভাই করেছিলেন ব্যবস্থা অবিস্মরণীয়।
ঋণ এই পৃথিবীতে শোধাবার নয়,
প্রেম ও দায়বদ্ধতা দিয়ে জীবন চিরন্তনভাবে লেখা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একনিষ্ঠ সৈনিক,
আওয়ামী সন্ত্রাসের প্রতিহিংসায় অকালে ঝরে গেলেন।
বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি,
আল্লাহ পাক তাকে শহীদ মর্যাদা দান করুন।
বেহেশতের আলোয় উজ্জ্বল হোক, শান্তি চিরন্তন,
তার ত্যাগ, মানবিকতা, বিপ্লবের দৃষ্টান্ত চিরজাগরণ।
তরুণ হৃদয়ে ঝরে পড়ুক তার নামের দীপ্তি,
স্বাধীনতার পথে আলোকবর্তিকা, অমলিন প্রতীক।
মনির ভাই, তুমি আমাদের জীবনে অমর,
তোমার ত্যাগে জাগ্রত হোক প্রত্যেকের হৃদয়ের অগ্নিশিখা।
মানবিক ছাত্র নেতা, বিপ্লবের প্রিয় সিংহাসন,
তোমার স্মৃতি চিরকাল বাঁচুক, প্রিয় পথিক, চিরন্তন।
--------------------------------------------------------------
No comments:
Post a Comment