Sunday, September 7, 2025

মৃত্যু – এক অমোঘ যাত্রা

 মৃত্যু – এক অমোঘ যাত্রা

কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------------------
হে প্রাণ! শোনো মৃত্যুর বজ্র গর্জন,
আকাশ-পৃথিবী কাঁপে, ছড়ায় অন্ধকারের অশ্রুজল।

কোরআন বলে – “প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ নেবে,”
পাপ-নেকির হিসাব লেখা, শেষের দিকেই মিলবে।

হাদিস শোনাও – “জীবনের ক্ষণ নির্ধারিত,”
যাত্রা শেষে মুক্তি, আলোর পথে প্রণিত।

মৃত্যু আসে হঠাৎ, বাতাসের মতো নিঃসঙ্গ,
প্রস্তুত আত্মা পায় মুক্তির পাখির সঙ্গ।

চোখের জল নয় শোক, বরং শ্রদ্ধার ঝর্ণা,
জীবনের গহ্বর হোক আলোর পূর্ণিমার কিরণ ধরা।

ধূলি থেকে তৈরি মানব, ফেরে আলোর কাছে,
শেষ নিঃশ্বাসে ভয় নয়, শান্তির আলো হোক সাথে।

মৃত্যু নয় শাস্তি, বরং শিক্ষা, পথিকের গান,
নেকির দীপ জ্বালাও, আল্লাহর পথে হোক প্রাণ।
--------------------------------------------------------

No comments:

Post a Comment