Wednesday, September 10, 2025

ভবিষ্যৎ আলো

 ভবিষ্যৎ আলো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
শুনো হে বিশ্ব, রাওনাটের বুক জেগেছে উজ্জ্বল আলো,
মাটির কণায় ফোটে বীজ, বঞ্চিত জনতার হৃদয় হাসলো।
ভোরের কিরণ ছুঁয়েছে নদীর তরঙ্গের কোমল পৃষ্ঠা,
যেখানে প্রতিটি শ্বাসে জাগে স্বাধীনতার অমলিন দৃষ্টি।

পাহাড়ের খাড়াভূমিতে গর্জে ওঠে মুক্তির সঙ্গীত,
বাতাসে ভেসে আসে মানবতার নির্ভীক বাণী অমলিত।
তার পদক্ষেপে কম্পিত হয় পৃথিবীর সব জ্যোতির্ময় শক্তি,
সাবেক বিপ্লবী ছাত্র নেতা, দূর্গাপুরের সভাপতি,
বর্তমান সহ-সভাপতি বি এন পি, মানবতার অমলিন নীতি।

পাতার ফাঁকে শিশির, সূর্যের সোনালী বিন্দু ঝরে,
বিপ্লবী নেতা এই আলোয় আঁকে জীবনের নকশা ভরে।
নদীর ঢেউয়ে নৃত্য করে ইতিহাসের প্রতিচ্ছবি,
অন্ধকারের অন্তরালে জ্বলে প্রতিটি মুক্তির লীলাভূমি।

বৈজ্ঞানিক নিয়মও যেন কর্ণপাত করে তার সঞ্চারে,
প্রকৃতির রঙে ফুটে উঠে মানবতার অমলিন কারুতে।
চাঁদের কোমল আলো ছুঁয়েছে তার বিপ্লবী হৃদয়,
সূর্যের তেজে দহন করে অযাচিত অন্যায়ের ঘরে-দরোজ।

ভবিষ্যৎ আলো, তুমি শুধু আলো নয়, তুমি ঝর্ণা,
মানবতার পিপাসায় তুমি স্বর্ণময় প্রভাতের দোলা।
রাওনাটের বুকে তুমি জন্মেছ, দূর্গাপুরের গর্ব,
অন্যায়ের বিরুদ্ধে তুমিই প্রতিরোধের প্রথম অঙ্কন।

মাটির ভাঁজে বীজ, বাতাসে স্বপ্নের জোয়ার,
তোমার স্পর্শে অন্ধকারও হয় স্বচ্ছ, প্রতিটি ঘর।
নদীর ঢেউয়ে, গাছের ছায়ায়, পাখির গানেও,
তোমার বিপ্লবী সুর বাজে, জাগায় মানুষের অন্তরে আলো।

পৃথিবীর সকল কোণে ছড়ায় তোমার মানবিক দৃষ্টি,
ছোট-বড় সকলের প্রাণে জাগে ন্যায় ও সাম্যের বৃত্তি।
অভিযাত্রীর পথিক তুমি, সংগ্রামী যোদ্ধা তুমি,
ভবিষ্যৎ আলো, রাওনাটের গর্ব, দূর্গাপুরের উজ্জ্বল নক্ষত্র তুমি।
--------------------------------------------


No comments:

Post a Comment