অধ্যক্ষ এস এম সানাউল্লাহ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
কামড়া গ্রামের মাটি লালিত তার প্রাণের আলো,
মেধা ও কর্মে তিনি ছিলেন সবার মাঝে আলো।
নরসিংদী জামেয়ার হুজুর বড়ের সন্তান গুণে ভরা,
হাফেজ ফয়জুল্লাহ হুজুরের গুণে জীবন সাজানো সারা।
ছাত্রজীবনে ঝলমল করেছিল প্রতিভার দীপ,
বড়গাঁও সিনিয়র মাদ্রাসায় ছিলেন শিক্ষার দীপ।
বাঘুন আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন প্রিয়,
চুপাইর আলিম মাদ্রাসায়ও রেখেছেন শিক্ষা ধ্রুব ত্রিয়।
কামড়া মাশক ফাজিল মাদ্রাসার সহ-সভাপতি দুইবার,
হলি ক্রিসেন্ট মডেল একাডেমীর চেয়ারম্যান ছিলেন উদার।
ঘাটকুড়ি বাজার জামে মসজিদের সেক্রেটারি দীর্ঘকাল,
সকল প্রতিষ্ঠান গড়েছেন, জীবন ছিল সর্বদা গুণাবল।
ইসলামিক চিন্তাবিদ, সংগঠক, কবি ও জননেতা,
সদা হাস্যজ্জল মুখে, মন সৃজনশীল এক সূর্যসেতা।
০৬/০৬/২০২২ তারিখে তিনি চলে গেলেন দূরে,
মহান আল্লাহর দরবারে পাই তার শান্তির পূর্ণ ভরে।
দোয়া করি আমরা সকলের, ক্ষমা হোক তার প্রতি,
জান্নাতুল ফেরদাউস দান হোক উঁচু স্থানান্তরে তপ্তি।
স্মরণীয় অধ্যক্ষ এস এম সানাউল্লাহ, আমাদের প্রিয় প্রেরণা,
চিরকালই থাকবে হৃদয়ে তার উদার মন ও সমৃদ্ধ বর্ণনা।
-----------------------------------------------------
No comments:
Post a Comment