Monday, September 8, 2025

অধ্যাঃ মোহাম্মদ আলী বদু

 অধ্যাঃ মোহাম্মদ আলী বদু

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
ওহে প্রজন্ম, শুনো, কাপাসিয়ার বুকে অগ্নি দীপ জ্বলে,
শহীদ তাজউদ্দীন সরকারি কলেজে শিক্ষার আলো ছড়ায় তীব্র।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাহসী, অদম্য চেতনার অধ্যাপক,
বিদ্রোহী মননে গড়ে তুলতেন জ্ঞান, ন্যায়ের অমলিন প্রভাব।

কাপাসিয়া বাজারের পথে প্রতিধ্বনিত হত তার পদচারণা,
বারবার নির্বাচিত, ব্যবসায়ী বান্ধব, জনের প্রিয় নেতা তিনি।
ফুটবলের মাঠে ঝড়ে যেত তার অগ্নিময় ক্রীড়ার স্পন্দন,
প্রতিটি পাসে, প্রতিটি গোলেই ফুটত সাহসের অরণ্য।

প্রজন্মের হৃদয় জাগ্রত হতো তার অদম্য আদর্শে,
শিক্ষা, নেতৃত্ব, ক্রীড়া—সবই হয়ে উঠত প্রেরণার পালক।
প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হত তার বিদ্রোহী মানসিকতা,
প্রকৃতির সবুজ ছায়া, হাওয়ার মৃদু ছোঁয়ায় মিশত তার সাহস।

১৯ নভেম্বর সকাল সাতটায়, ঢাকার হাসপাতালে বিদেহী হলো দেহ,
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন—ধ্বনি হয়ে উঠল শহরে।
বিদ্রোহী কণ্ঠনাথ যেন বাতাসে বয়ে গেল,
স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকল তার সাহসের জ্যোতি।

রাউৎকোনা ফাজিল মাদরাসা মাঠে বিকেল চারত্রিশে নামাজ,
দোয়া, মাগফেরাত—রুহের শান্তির আহবান।
প্রকৃতির ফুল, ছায়া, হাওয়ার মৃদু স্পন্দন,
সবই শোনায় তার বিদ্রোহী চেতনার অমলিন সুর।

হাতেখড়ি থেকে পাস, মাঠ থেকে মঞ্চ, পদচারণায় জ্বলত আলো,
প্রতিটি কাজের মাঝে প্রতিফলিত হত তার ন্যায়ের বল।
ক্রীড়া, শিক্ষা, নেতৃত্ব—সাহসের প্রতীক তিনি অনন্য,
প্রজন্মের মনে গড়ে দিতেন অদম্য বিদ্রোহের চেতনাধারা।

হায়াত-মাওতের মালিক, মহান আল্লাহ, জান্নাতের সর্বোচ্চ মাকাম দাও,
আমাদের প্রিয় অধ্যাপককে শান্তিতে বিশ্রাম দাও।
বিদ্রোহী দীপ, শিক্ষার আলো, ক্রীড়ার অগ্নিময় স্পন্দন,
তুমি বেঁচে আছো স্মৃতির পাতায়, হৃদয়ের প্রতিটি কোণে।

সুম্মা আমীন—আমরা প্রার্থনা করি, রুহ হোক শান্ত,
অধ্যাঃ মোহাম্মদ আলী বদু, চিরন্তন প্রেরণার দীপ হয়ে থাকো।
------------------------------------------------------------------

No comments:

Post a Comment