Thursday, September 11, 2025

সততার মূর্তপ্রতীক

 সততার মূর্তপ্রতীক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*******************************
রাওনাট গ্রামের গর্বিত ধ্রুবতারা,
মৌলভী আহাদ আলী মোল্লার ঘরে ফুটল সোনার ধারা।
মেঝো ছেলে—জনাব আবুল হোসেন মোল্লা,
সততার মূর্তপ্রতীক হয়ে জ্বাললেন ঈমানের জ্বালা।

কাপাসিয়ার মাঠে ছিলেন জ্ঞানের বসন্ত ফুল,
কলেজের আঙিনায় জ্বলালেন আলোর কূল।
বি.এ পাশ শেষে শিক্ষকতার সূর্যোদয়,
বিএড ডিগ্রিতে পেলেন প্রভাতের মহিমাময়।

ইংরেজি বিদ্যায় দিলেন ছাত্রদের দীপ,
যেন ভোরের আকাশে উদিত নতুন নীপ।
পরে রূপালী ব্যাংকে লিখলেন কর্মের গান,
সততার সোপানে পেলেন সম্মানের দান।

কোনো অন্যায়ের মেঘ ছোঁয়নি তাঁর দেহ,
আল্লাহর নূরে আলোকিত ছিল জীবন স্রোত-প্রবাহ।
কোরআনের বাণী বাজত তাঁর মনে,
“إِنَّ اللّهَ يُحِبُّ الصَّادِقِينَ”
বাংলা উচ্চারণ: “ইন্নাল্লা-হা ইউহিব্বুস-সাদিকীন।”
(অর্থ: নিশ্চয়ই আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন)।

অফিসে গেলে আসত সম্মান ভরে,
সন্তানেরাও জ্বলত পিতার নূরে।
কবি মোঃ আমিনুল এহছান মোল্লা—শব্দের জোনাকি,
কাব্যের অরণ্যে জ্বালেন চিরন্তন দ্যুতি।

ছোট ছেলে নিভে গেল নিয়তির আঁধারে,
যেন ঝড়ে ভাঙল কচি ফুল রাতের অন্ধকারে।
মেয়ে ফারজানা আক্তার লিপি শিক্ষার প্রদীপ,
স্কুলের উঠোনে ছড়ান আলোর নীপ।

তাঁদের রক্তে বইছে সততার নদী,
যেন জান্নাতি কাওসারের ঝরনা নিরবধি।
তাঁর হাতেই উঠল মসজিদের মিনার,
সভাপতি হয়ে রইলেন ঈমানের অধিকার।

গাজীপুরে আজো তিনি সম্মানের বাগান,
যেন পূর্ণিমার চাঁদ, জাগান শান্তির গান।
নম্র ভীরু অথচ সত্যে পাহাড় সমান,
সততার মূর্তপ্রতীক তিনি আল্লাহর দান।

হে মহান রব, দিন তাঁকে নেক হায়াত,
সততার আলোয় ভরে উঠুক প্রভাত।
মানবতার আকাশে থাকুন নূরের চাঁদ,
আবুল হোসেন মোল্লা—অমর সততার সাধ।
------------------------------------------

No comments:

Post a Comment