শিক্ষার নক্ষত্র
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
********************************
--------------------------------------------------
চান্দুন গ্রামে উদিত সূর্য, আলোর মশাল জ্বালে,
আবদুল কুদ্দুস জন্ম নিলেন সম্ভাবনার কূলে।
পিতা আব্দুল ওয়াজেদ আকন্দ, জ্ঞানের আলোয় ভরা,
স্বপ্ন বুনলেন সন্তানেরে, শিক্ষা হবে ধরা।
কলকাতার নগরীতে, বিশ্ববিদ্যালয়ের বুকে,
বিএ ডিগ্রীর স্বর্ণশিখা জ্বলে জ্ঞানের সুখে।
পরে নিলেন বিটি শিক্ষা, দৃঢ় প্রতিজ্ঞ প্রাণে,
গড়বেন ভবিষ্যৎ কিশোরদের, জ্ঞানের উজ্জ্বল গানে।
উনিশশো চল্লিশে এলেন কাপাসিয়া হাই স্কুলে,
প্রধান শিক্ষক হয়ে বসেন গৌরবময় তুলিতে।
পাঁচ বছর ছিলেন কর্ণধার, দক্ষতায় অতুল,
ছাত্রদের স্বপ্ন সাজালেন, আকাশেরই ফুল।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথমবার,
ম্যাট্রিক পরীক্ষা বসে, উজ্জ্বল হল সংসার।
তারই যুগে সেই আলোক, দীপ্তি ছড়ায় দূরে,
কাপাসিয়ার নাম উঠেছিল শিক্ষা-ভুবন জুড়ে।
সরকারি চাকরি ডাকল, ছাড়লেন প্রধানপদ,
সাব ইন্সপেক্টর অব স্কুলস হলেন আলোর নদ।
ধাপে ধাপে পদোন্নতি, জেলা শিক্ষা প্রধান,
প্রাণপ্রাচুর্যে সেবায় গড়লেন শত শত প্রাণ।
অবসর নিলেন গৌরবে, শেষ হলো কর্মপথ,
কিন্তু রেখে গেলেন স্মৃতি, চিরঅমলিন রত্নরত্ন।
কাপাসিয়ার কৃতি সন্তান, গর্বেরই আলোকধারা,
আমরা কৃতজ্ঞ তার প্রতি, স্নিগ্ধ সকাল-সন্ধ্যারা।
হে মহান আল্লাহ, দাও তাকে ফেরদৌসের ঠিকানা,
স্বপ্নের মতো শান্তি পাক তার আত্মার সোপান।
শিক্ষার নক্ষত্র তিনি, দীপ্ত ইতিহাসের গান,
অমর হয়ে থাকবেন কুদ্দুস, মানবহৃদয় প্রাণ।
--------------------------------------
No comments:
Post a Comment