মানবিক পুস্প
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
আম-জাম, কাঠাল, আনারসের ফুলে ভরা বন,
দূর্গাপুরের রাওনাটে ছড়ায় সোনালী স্নিগ্ধি তন।
পশ্চিম পাড়ার বুকে আলোর প্রদীপ জ্বলে ধীরে,
জন্ম নিলো সফিকুর রহমান মোল্লা, শিশুর ছোট্ট পীরে।
পিতা মোঃ রশিদ মোল্লার ঘরে, স্নিগ্ধ আলোর ছায়া,
শৈশব কৌশরের নদী পেরিয়ে যুবনের পথে ছায়া ছায়া।
দুরন্তপনায় বুনলো সে স্বপ্ন মানব সেবার,
মনের গভীরে জ্বলে কল্যাণের অমর দীপ্তি ধার।
ইঞ্জিনিয়ার শফিকুল রহমান ডাক দিল মানব ঐক্যে,
সম্প্রীতি ও ভ্রাতৃত্বে বোনা হলো বন্ধুত্বের রেখায় ছকে।
বংশের বিভেদ নেই, রেখার ফাঁক নেই,
ছোট-বড়, বড়-বংশ, সকলের হৃদয়ে সমান ভালোবাসা বৈ নেই।
রাওনাটের বুকে গড়ে তুললো মানবিক সংঘ,
শৈশব থেকেই ছুটছে গরীব দুঃখীর কাছে অঙ্গ।
শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে দ্বারে দ্বারে,
“এসো হে এসো, নবীন-প্রবীণ, মানব কল্যাণে” শ্লোগানে।
মানবিক কাননের সে এক পুস্পিত পুষ্প,
ভ্রাতৃত্ব, ভালোবাসা, উদারতার দীপ্তি ভাস্প।
পথ চলা হোক শুভ, হোক মানব মুক্তির হাতিয়ার,
সফিকুরের জীবন হোক মানব কল্যাণের অনন্ত উপহার।
--------------------------------------------
No comments:
Post a Comment