অস্তমিত সূর্য
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
--------------------------------------------------------------------
রাওনাট পশ্চিম পাড়ার মাঠে হাওয়া ঢেউ খেলে,
মরহুম আব্দুর রহিম মোল্লার স্মৃতি হৃদয় ছুঁয়ে বলে।
হাফেজ আউয়ালের ছায়ায় বেড়ে ওঠা প্রাণ বিদ্রোহী,
সাবেক নেতা, সমাজসেবক—দ্যুতি জ্বলে অন্তরবিহীন।
সকলের নিকটে গ্রহণযোগ্য, প্রীতি দীপ জ্বলে মণিক,
মৃদুভাষী চিত্তে লুকানো বিপ্লবী আগুন, অমলিন শিখা অনন্তিক।
হঠাৎ মৃত্যু—অচিন্তিত বিদায়, শূন্যতায় ঢেকে যায় ঘর,
অমলিন প্রভাতেও থমকে সূর্য, কুয়াশা জ্বলে মনজুড়ে নীর।
উদিত সূর্য একদিন, রোদে মাখা দিগন্তের খেলা,
আজ অস্তমিত আলোর রেখা ঝরে অশ্রুবিন্দুতে ভেলা।
নদী নীরব, বন নিস্তব্ধ, আকাশে ঘনধূসর শাপ,
বন্ধুত্ব, ন্যায্যতা, সমাজসেবা—ওর প্রতিফলন চিরকাল ধাপ।
রাওনাটের মাঠে বাজে শূন্যতার বিদ্রোহী সুর,
হৃদয়ে বয়ে যায় ব্যথার নদী, বুকে জাগে স্মৃতির পুর।
স্পল্পভাসী চিত্তেও বিপ্লবী আগুন জ্বলে অমলিন,
মরহুমের প্রতিটি কাজ, বন্ধুদের মনে বেঁচে থাকে অনন্তিন।
অস্তমিত সূর্য, আলোয় রয়ে গেছে বিদ্রোহী ছাপ,
প্রাণের দ্যুতি ঝরে নদী, বন, আকাশে—শোকের নীরব ধাপ।
সমাজে, বন্ধুদের মনে, জীবনের আলো স্থির হয়ে আছে,
মরহুম আব্দুর রহিম মোল্লা বেঁচে আছে, চিরপথে অমর, অবিনাশে।
নীরব নদী, কুয়াশা, মাঠে বাজে স্মৃতির বিদ্রোহী গান,
প্রতি পদক্ষেপে প্রতিফলন, হৃদয়ে চিরকাল অম্লান।
সকলের প্রীতি, সেবা, আদর্শ বাজে বুকের ঢেউয়ে,
অস্তমিত সূর্যের আলো ছড়িয়ে আছে পথের বুকেও।
মানবতা, বন্ধুত্ব, ন্যায্যতার বিদ্রোহী ধ্বনি,
অসীম অন্ধকারে আলোর রেখা—চিরন্তন স্মৃতির ধ্রুবতারা ধানি।
হে আল্লাহ! (أَللّٰه), রহিমের নূর (نور) দিক ধরা,
মরহুমের বিদ্যুৎ দীপ্তি সমাজে জ্বলুক চিরন্তন, হে সেরা দেহদর্শন।
বিদ্রোহী অন্তর, নীরব প্রভাত—সকলের মনে বাজুক গান,
অস্তমিত সূর্যের দীপ্তি চিরকাল অমলিন, অশেষ প্রভাসমান।
-----------------------------------------
No comments:
Post a Comment