Friday, September 12, 2025

সমাজ সেবক

 সমাজ সেবক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
********************************
--------------------------------------------------
বানারহাওলার মাটিতে জন্ম নিলো প্রাণ,
দৌলত খানের সেবায় জ্বলে শিক্ষাদান।
পিতা আব্দুল করিম খান—গৌরব দীপশিখা,
মানবতার আলোতে ফুটলো তার দিশা।

কাপাসিয়া হাই স্কুল গড়লেন তিনি হাতে,
আলো ছড়ালেন জ্ঞানে গ্রামের প্রাণকাতে।
নিজ গৃহভিটেতে গড়ে পাঠশালা তার,
উনবিংশ শতকে জাগে বিদ্যার অঙ্কুরধার।

তিনি ছিলেন মহীরুহ—ছায়া দিলো প্রাণে,
করুণা তার ঝরলো যেন শ্রাবণধারায় টানে।
অন্ধকারে সূর্য হয়ে ভাঙলেন ঘোর রাত,
শিক্ষার আলো ছড়িয়ে দিলেন সোনার ভাত।

কাপাসিয়ার মানুষ তাঁকে স্মরণ করে আজ,
কৃতজ্ঞতায় ভরে আছে প্রজন্ম সবার মাঝ।
যেমন বসন্তে ফুলে ভরে ওঠে বন,
তাঁর অবদান ছড়ায় চির সুবাসের কণ।

হে মহান আল্লাহ, করুন দান-নির্দ্বিধ,
জান্নাতুল ফেরদৌসে দিন চির আনন্দসিদ্ধ।
মানবতার আকাশে তার দীপকিরণ থাক,
সেবার আলোয় দুনিয়া চির উজ্জ্বল হোক।
--------------------------------------


No comments:

Post a Comment