Monday, September 15, 2025

আদর্শিক সৈনিক

 আদর্শিক সৈনিক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************
দূর্গাপুরের রাওনাট পশ্চিম পাড়ার বুকে,
শ্যামল সবুজে, আম-জাম-কাঠালের সুখে,
শিশু সোলাইমান জন্ম নিল দিগন্তের আলোয়,
ভবিষ্যতের দিশারী, দুরন্তপনায় ভরে পথের ধূলোয়।

মেঠো পথে পদচিহ্ন রাখে হৃদয়ের সুরে,
মাঠের ঘাসে স্বপ্ন বোনা, সময়ের মূলে,
মানবসেবার দীপ জ্বালিয়ে নিজেকে উজাড় করে,
সমাজের প্রতি অগাধ ভালোবাসায় অবিচল থাকে।

শিক্ষার দীপ জ্বালিয়ে, প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি হয়ে,
ছাত্র-শিক্ষককে দেয় অনন্ত উৎসাহ, ধূলিকণার প্রতি প্রেম জাগিয়ে,
জ্ঞানসাধনার প্রার্থনায় হৃদয় উন্মুক্ত,
প্রজ্ঞার আলোয় সমাজকে সমানুভূতিতে ভরিয়ে।

প্রবাসের পথে অর্থনৈতিক মুক্তি খুঁজে,
ফিরে এসে জাতীয় চেতনায় উদ্ভাসিত হয়ে,
জিয়ার আদর্শে অনুপ্রাণিত,
বিএনপির সেবায় নিজেকে নিবেদিত রাখেন তিনি।

সবার প্রতি সদয়, বাণীতে স্পষ্টবাদী,
দূষিত পথের স্পর্শহীন,
দুর্নীতি, চাঁদাবাজি বা সন্ত্রাসে জড়িত নয়,
ন্যায় ও সততার অটল রূপে প্রতিষ্ঠিত।

উঠান বৈঠক ও কর্মশালায় সক্রিয়,
১৩ আগস্ট ২০২৫, কাপাসিয়া উপজেলা বিএনপির উঠান বৈঠকে বক্তব্য রাখেন,
৪ সেপ্টেম্বর ২০২৪, কর্মশালা ও প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন,

১৪ ডিসেম্বর ২০২৪, মহান বিজয় দিবসে নাশকতার অভিযোগে মামলা দায়ের করেন,
দেশ ও জনগণের নিরাপত্তার প্রতি দায়বদ্ধতার সাক্ষ্য রাখেন।

মাসুম সরকারের সহচর্যে,
দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,
স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন,
শৃঙ্খলা, ন্যায় ও মানবতার সেবায় নিবেদিত।

সোলাইমান মোল্লা—
একজন আদর্শিক সৈনিক,
সমাজ ও রাষ্ট্রকে ভালোবাসেন অন্তহীনভাবে,
শক্তিশালী ব্যক্তিত্বে গড়ে তোলেন ন্যায়ের পতাকা,
দর্শন ও নৈতিকতার গভীরতায় অমর হয়ে থাকেন।
--------------------------------------------------------------

No comments:

Post a Comment