আমি বলতে এসেছি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
আমি বলতে এসেছি—এই পৃথিবী আমাদের,
হ্যাঁ, আমাদেরই, আমাদেরই!
মানবেরই হাতে গড়া, সভ্যতার দীপ্তি আমাদের,
হ্যাঁ, দীপ্তি আমাদের, দীপ্তি আমাদেরই!
চেতনার শুভ্র বীজ বোনার ক্রান্তিতে,
আশার আলো জ্বলে অন্ধকারে ঝলমলিত,
জ্বলে, ঝলমলিত, অন্ধকারে ঝলমলিত!
মানুষই মানুষের আশ্রয়, মানুষই মানুষের দীপ।
মানুষই সভ্যতার কান্ডারী, বিজয়ের অনন্ত স্রোত,
মানুষই পরাজয়ের সোপান—হারে যদি সে,
নিঃশেষ হয়ে যায় নক্ষত্র, নিভে যায় আত্মার দীপ,
হ্যাঁ, নিভে যায়, নিভে যায়, নিভে যায় আত্মার দীপ!
মানুষ যদি হারায় শ্রেষ্ঠত্ব,
পশু-মানবের সীমা মিলিয়ে যায়, মিলিয়ে যায়,
দাহ্য হয় মানবিক মর্যাদা,
অবশিষ্ট থাকে শুধু অন্ধকার, শুধু অন্ধকার।
মানুষ হবে সরল, হিংসা-বিদ্বেষহীন,
সাম্য ও ঐক্যের সুরে প্রতিধ্বনিত হবে অন্তর,
কে কালো—কে ধবল, ধনী—গরীব,
রাজা—প্রজা, ক্ষমতাশালী—ক্ষমতাহীন,
কোন মর্যাদা পদবীতে নয়, কোন মূল্য সম্পদে নয়,
হ্যাঁ, মানবের একমাত্র পরিচয়—মনুষ্যত্ব, মানবতার মহিমা।
আমি বলতে এসেছি—মনুষ্যত্বই মানুষের প্রাণ,
সভ্যতার অম্লান কুসুম, চিরন্তন শান্তির দীপ,
এসো হে মানব, এসো হে মানব, মিলি একত্র,
গড়ি এক বাসযোগ্য, সভ্যময় পৃথিবী,
যেখানে মানবতার মহিপাল হব আমরা সকলেই,
হ্যাঁ, হব আমরা সকলেই!
-------------------------------------------------------------------------
No comments:
Post a Comment