চল হে শান্তির মিছিলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
চল হে শান্তির মিছিলে, বাতাসে ভরে আলো,
মসজিদের খোপে দাঁড়াও, নামাজে মাথা নত করো।
পাখি কুহু মিশে বাজে, ভোরের ঘ্রাণে মধু,
সেজদায় মাথা মেলায় প্রাণ, অন্ধকার সব দূর হও।
মুয়াজ্জিন ডাকিছে দূরে, বাঁশি বাজে ঘরে ঘরে,
নদীর ঢেউয়ে মিশে যায়, প্রভূর সুর মধুর’রে।
ফুলে ভরে মাঠের কোণা, শিশির ঝরে প্রভাতের তরে,
অন্তর জাগে ন্যায়ের আলো, মন হয় শান্তি ভরে।
বলো হে ইসলাম শান্তি, মুক্তির নীল আকাশে,
বলো হে ন্যায়বিচার, মানবতার বুকে রবে।
সত্যই মুক্তি, সঠিক পথে, ডিঙিয়ে পাহাড় নদীর গান,
নামাজের আলোয় ভেসে উঠুক, হৃদয় যেন পানির প্রাণ।
সত্য ন্যায় প্রতিষ্ঠায় এগিয়ে চলো, ধানের মাঠে শিশির ঝরে,
আল্লাহর পথে ভালোবাসা ছড়াও, চিরন্তন আলো ঝরে।
প্রতিটি ঢেউয়ে বাজে শান্তি, প্রেমের মধুর বাণী,
নামাজে মিলিত জীবন, ন্যায় ও করুণা মানী।
-------------------------------------------------------------
No comments:
Post a Comment