Saturday, September 6, 2025

এম এ কাদের সরকার

 এম এ কাদের সরকার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০৬-০৯-২০২৫ ইং
রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
********************************************
বরুনের মাটিতে ভোরের রবি উঠিল রঙিন আভায়,
১ জানুয়ারি ১৯৫৮, জন্ম নিলেন মহিমায়।
কাপাসিয়া পাইলট বিদ্যালয়ে ফুটিল জ্ঞানের ফুল,
ঢাকা কলেজে তরুণ প্রাণে জ্বলে উঠিল দীপকূল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর দিল সোনার আলো,
এলএল.বি ও এলএল.এম-এ জ্ঞানের দীপ জ্বালো।
১৯৮২ সালে বিসিএস কর-ক্যাডারের মহারথী,
দেশের জন্য গড়িলেন তিনি রাজস্বের গীতি।

পল্লী উন্নয়ন সমবায়ে ২০১৩-র মে মাসে,
সচিব হয়ে উঠিলেন তিনি গৌরবের সুবাসে।
২০ মার্চ ২০১৬-তে বস্ত্র ও পাটের বাণী,
নতুন দায়িত্বে জাগাইয়া দিলেন উন্নয়নের টানি।

২৩ ডিসেম্বর ২০১৫-তে উঠিল পদোন্নতি,
গ্রেড-১ সদস্য হয়ে বাজালেন উন্নয়নের ভাঁটি।
অফিসার্স ক্লাব, এলামনাই, ৮২-র মহাসভা,
তার সেবার রোদে প্রস্ফুটিত হল কীর্তির শোভা।

বরুনের মাঠে শস্য দোলে, তারই স্মৃতির ছায়া,
গাজীপুরের আকাশ গায় উন্নয়নের গাথা।
ঝরনার স্রোতে তার কর্মগীতি বাজে নিরন্তর,
গ্রামের মাটিতে দীপ্যমান নাম—এম এ কাদের সরকার।
--------------------------------------------------------------------------

No comments:

Post a Comment