পর্দা মুক্তির আলো
কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------------------
নূরের দিশা বলে, খোদার বাণী জ্বলে,
মহিলার ফরজ পর্দা যেন মুক্তির আলো ছড়ায় সবলে।
“হুওয়া আল-মু’মিনাতু,” কোরআন জানায়,
চোখে প্রলোভনের ঢেউ রোধ করো, সততা মানায়।
হাদিসের আলো বলে, সৌন্দর্য নয় বাহ্যিক,
মন ও চরিত্রে হোক আলোর দীপ্তি অভ্যন্তরীণিক।
পরিচ্ছন্ন চেহারা হোক ঈমানের ছাপ,
ফরজ হিজাবের শোভা যেন আলোর মিষ্টি স্বপ্নাপ।
চোখে চোখে ভয়ঙ্কর প্রলোভনের স্রোত,
শরীরের আড়াল হোক আলোর অমলপ্রভাত।
পর্দা নয় বন্ধন, নয় নিছক খেলা,
আত্মার মুক্তি হোক আলোর ধারায় গাঁথা জুয়েলা।
বহির্মুখী নয়, অন্তরের দীপ্তি জ্বলে,
শ্রীময় আত্মার আলো যেন জীবনভরে চলে।
পর্দা শুধু কাপড় নয়, নয় আড়াল,
ঈমানের আলো হোক হৃদয়ে জ্বলন্ত প্রিয় পাল।
--------------------------------------------------------
No comments:
Post a Comment