Saturday, September 13, 2025

রাওনাটের স্কুল মাঠ

 রাওনাটের স্কুল মাঠ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************

রাওনাট স্কুল মাঠ! সবুজ আগুনের চাদর,
আম, জাম, কাঠাল, আনারস—প্রকৃতির তেজোদীপ্ত ভান্ডার।
বামুনিয়া বুক জুড়ে আলোর দীপ্তি জ্বলে,
শিশুর খেলা আসে, ভেঙে অন্ধকারের দিগন্তের চাদর।

মাঠ! হে বিদ্রোহী নদী, তরঙ্গ বয়ে চলে অটল,
যুবকের হৃদয় শিখে সাহস, সততার অমলিন শিখা।
পূর্ব-পাড়া, পশ্চিম-পাড়া, বরাইদ, দূর্গাপুরের বন্ধনে,
মাঠের কণিকা বাঁধে মিলনের বিপ্লবী সেতু।

ধূলা-বালির কোমল স্পর্শ, ঝড়ে পড়ে হাসি বন্ধুত্বের,
ক্রিকেট, ফুটবল, আড্ডা, ওয়াজ মাহফিল—সব মিলনমেলার উৎসব।
মাঠে গর্জে ওঠে বাঙালীর কৃষ্টি-কালচার,
শিশুর চিৎকারে, যুবকের পদচাপে, সমাজের প্রলয়।

মাঠ! হে আগুনের বীজের বাগান,
খেলার মায়ায় জন্ম নেয় বিদ্যুৎ,
শিক্ষার বীজ, চরিত্রের শিকড়—প্রজন্মে ছড়িয়ে দেয় বিপ্লবী শক্তি।
প্রতিটি পাথর, প্রতিটি ঘাস, শিখায় ন্যায়-বিচার, প্রতিবাদ।

হে মাঠ! বহু প্রজাপতি উঠে এসেছে তোর বুক থেকে,
যারা দান করেছেন—তাদের প্রতি চির কৃতজ্ঞ মানবিক প্রাণ।
মাঠ শুধু খেলার নয়, চেতনাও শাণিত করে,
সমাজ, সভ্যতা গড়ে, নতুন প্রজন্মকে বিদ্রোহী করে।

রাওনাটের স্কুল মাঠ! ইতিহাস-ঐতিহ্য এক মৃত্যুঞ্জয়ী,
চিরকাল বেঁচে থাকবে—আলো, দেশপ্রেম ও বন্ধুত্বের অমলিন মণি।
যেখানে আলোর মিছিল নিয়মিত হয়,
মাঠ হয়ে ওঠে দেশপ্রেম, বন্ধুত্ব ও বিদ্রোহী চেতনার অনন্ত অঙ্গন।
-------------------------------------------


No comments:

Post a Comment