প্রতিবাদী কণ্ঠ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট, কাপাসিয়া,গাজীপুর
---------------------------------
রাওনাট পশ্চিম পাড়ার মোল্লা বাড়ির সন্তান,
মোঃ হাদিউল ইসলাম মোল্লা — প্রতিবাদের দীপ্ত গান।
ঝড়-তুফানের আগুন পেরিয়ে দাঁড়াও অটল ভূমি,
অন্যায়ের বিরুদ্ধে বজ্র হয়ে গর্জে ওঠে তুমি।
শিক্ষা শেষে শহরের পথে নাও তুমি আলোর দিশা,
তবু মানবতার ডাকে ছুটে যাও গ্রামের নিশা।
ক্ষুধার্ত মুখে জ্বালাও আশার প্রজ্জ্বল শিখা,
বৃদ্ধের চোখে আনো হাসি, মুছে দাও শত দুঃখিকা।
শোষণের আসনে ছুঁড়ে দাও বিদ্রোহের বজ্রকণ্ঠ,
তোমার রক্তে জ্বলে ওঠে ন্যায়ের অগ্নিসংঘ।
সাম্য, সম্প্রীতি, ঐক্যের শঙ্খ বাজাও জোরে,
ধর্ম-বর্ণ ভেদ মুছে দাও মানুষের ঘোরে।
মানবিক সংগঠনের তুমি দৃপ্ত কারিগর,
হাদিউল ইসলাম মোল্লা — রাওনাটের গর্ব, বিজয়ের ঝড়।
----------------------------------------------
No comments:
Post a Comment