Friday, September 5, 2025

আমি থামব না

 আমি থামব না

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৫-০৯-২০২৫ ইং
স্থানঃ রওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
ওরে বিপ্লব! ওরে বিপ্লবী!
জাগ রে বজ্রবাহক, জাগ রে দুঃসাহসী,
জাগ রে তারুণ্য—
তোর মাতৃকার বুক চুষছে অশুভ রাক্ষস,
স্বাধীনতার বুক জুড়ে হায়েনার হাসি!

আমি শপথ নিচ্ছি আজ—
এই শৃঙ্খল ছিঁড়ে ফেলব,
এই ফ্যাসিবাদের বিষ দাঁত ভেঙে দেব,
এই স্বৈরতন্ত্রের আসন পুড়িয়ে ছাই করব!
আমি বজ্রাঘাত, আমি প্রলয়-ঝড়,
আমি আগুন-ঝরা দহন—
আমার রক্তেই জন্ম নেবে নতুন সোনালী ভোর!

ওরে দেখ—
ঘরে ঘরে লাশ, বোনের বুক ছিঁড়ে চিৎকার,
মায়ের চোখ ভাসছে রক্ত-অশ্রুর সমুদ্রে।
ওরে দেখ—
মীরজাফরের দল মাতৃকার বুকে বিষের খঞ্জর গেঁথেছে!
আমি তাদের রক্ত চাই, আমি তাদের ধ্বংস চাই,
আমি আগুন হয়ে জ্বলব, আমি বজ্র হয়ে পড়ব,
আমি তাণ্ডব হয়ে ভেঙে দেব শোষকের সিংহাসন!

আমি বিদ্রোহী—
আমি দুর্দম, আমি দুর্জয়, আমি অগ্নি, আমি তেজ,
আমি তাণ্ডবের নৃত্য, আমি ঝঞ্ঝার বজ্রধ্বনি!
আমি মৃত্যুকে করব পদতল দাস,
আমি শেকল ভাঙব রুদ্র ক্রোধে,
আমি পৃথিবী কাঁপাব অগ্নি-ঝঙ্কারে!

ওরে বিপ্লবী!
তোর ভয় কিসের?
তোর হাতে রক্তের শপথ,
তোর চোখে আগুনের শিখা,
তোর বুকে বজ্রের দোলা!
উঠ রে আজ, ভাঙ রে শেকল,
পুড়িয়ে দে বিশ্বাসঘাতকের আস্তানা!

গর্জে ওঠ—
ধ্বংস কর, ধ্বংস কর, ধ্বংস কর!
যতক্ষণ না রক্তে রাঙে মাতৃকার ভূমি,
যতক্ষণ না ভেঙে পড়ে শোষণের দুর্গ,
যতক্ষণ না দাউ দাউ আগুনে জ্বলে উঠে কালো শক্তির আসন,
আমি থামব না—
আমি থামব না—
আমি থামব না!

------------------------------------


No comments:

Post a Comment