আমি এসেছি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাতারিখঃ ৫-০৯-২০২৫ ইং
স্থানঃ রওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
আমি এসেছি—
আমি মানুষ! আমি মুমিন!
আমি মুসলমান, আমি অগ্নির বজ্রচিন্ময় দিন।
আমি এসেছি সত্যের প্রদীপ জ্বালাতে,
অমানিশার বুক ছিঁড়ে আলো ছড়াতে।
আমি বাঙালি! আমি বাংলাদেশী!
আমি লক্ষ শহীদের উত্তরসূরী,
লাল–সবুজ আমার রক্তের পতাকা,
স্বাধীনতার শপথ আমার চিরন্তন ভাষা।
আমি এসেছি—
অত্যাচারীর শিরদাঁড়া ভাঙতে,
শোষকের দুর্গে অগ্নি ঝড় তুলতে।
আমি বজ্র, আমি দহন, আমি গর্জন,
দানবের প্রাসাদে আনি সর্বনাশের কম্পন।
আমি মানুষ! আমি বিদ্রোহী নির্ভীক প্রাণ,
আমি তাণ্ডব ঝড়, আমি বজ্রের স্ফুলিঙ্গদান।
আমি এসেছি দুঃখীর অশ্রু মুছাতে,
অভাগার ভাগ্যে আলোর রং মেলাতে।
আমি মুসলমান! আমি মুমিন! আমি অগ্নি–শিখা,
অন্ধকারে জ্বালি নবযুগের দীপ্তিকা।
আমি এসেছি—দেশদ্রোহীর গর্দান কাটতে,
অমানবতার সিংহাসন ছাই করতে।
আমি ঝড়! আমি বজ্র! আমি মহাপ্লাবন,
আমি তাণ্ডবের ঢেউ, আমি অগ্নি–জাগরণ।
আমি এসেছি শত্রুর বিষদাঁত ভাঙতে,
মানবতার শৃঙ্খল চিরে নতুন ভোর আনতে।
আমি এসেছি—
বিপ্লবের মশাল হাতে, সত্যের পতাকা তুলে,
অশুভের রাজ্যে আগুন ধরাই দাউ দাউ জ্বলে।
আমি বিদ্রোহী! আমি নির্ভীক বজ্র–ডানায়,
মানবতার জয়ধ্বনি বাজাই ধরণীর আঙিনায়।
আমি মানুষ! আমি মুমিন! আমি অগ্নি–ঝড়ের দান,
আমি এসেছি সত্যের মহাদীপ জ্বালান!
----------------------------------------------
No comments:
Post a Comment