ঈমানের দীপ্তি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাতারিখঃ ৫-০৯-২০২৫ ইং
স্থানঃ রওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
সময়ের স্রোতে বয়ে চলুক জীবন হোক সদ্ব্যবহার,
সত্যের আলো জ্বলে বুকে, মুছে যাক মিথ্যার অন্ধকার।
বিশ্বাস আর ধৈর্য্য হোক প্রাণের অমূল্য রত্ন,
ত্যাগের দীপ্তি ছড়াক পথে, হোক জীবন সদগুণে ভরপূত।
মানুষের হৃদয় জাগুক, সহমর্মিতা হোক বন্ধু,
কল্যাণে হোক কর্মের গান, ভরে যাক প্রতিটি স্থান মধু।
ক্ষয় নয়, বরং সত্যের পথে হোক আমাদের চলা,
সূরা আছরের শিক্ষা বুকে ভরে হোক আলোর মেলা।
ধৈর্য্য আর কৃতজ্ঞতার ছায়া হোক পথের সাথী,
সদগুণের আলোয় ভরে উঠুক প্রাণের প্রান্তর মুখী।
নিশ্চয়তার আঁধারে হোক আশা আমাদের আলো,
ভালো কাজের দীপ্তিতে হোক হৃদয় উজ্জ্বল, উজালো।
সময়ের স্রোতে হোক জীবন সদগুণে ভরা,
সত্যের পথচলায় জ্বলে হোক আলোর শোভা ধরা।
প্রতি দিন হোক প্রেরণার ছায়া, কর্মের মধুর বাঁধন,
ঈমানের দীপ্তি ছড়াক জীবনের সব প্রান্তর প্রাণ।
----------------------------------------------------
No comments:
Post a Comment