Tuesday, September 9, 2025

ডাঃ স্বপন চন্দ্র ধর

 ডাঃ স্বপন চন্দ্র ধর

কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------------------
দূর্গাপুর ইউনিয়নের পান বরাইদ গ্রামে জন্মের দিন,
শিক্ষকের সন্তান, বাবার শিক্ষা—জীবনভরে ছায়ার চিন।

শৈশবের মাঠে খেলা, ফুলে-ফলে, আড্ডা, হাসির গান,
কল্পনার জগৎ, স্বপ্নের ধারা—মনের সোনালী ব্যথা হরণ।

১৯৭০ সালে কাপাসিয়া হাইস্কুলে মেট্রিক উত্তীর্ণের সুর,
ফার্স্ট ডিভিশনে পাশ করে, স্বপ্ন বুনে চলেন অবিরাম দূর।

ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটের পথের আলো জ্বলে,
স্বাধীনতার পর পড়াশোনার জ্যোতি হৃদয়ে সলিল ঝরে চলে।

সলিমুল্লাহ মেডিকেল কলেজে ডাক্তারি শিক্ষার যাত্রা শুরু,
MBBS হাতে তুলে, চিকিৎসার পথে ভর করে ভুরু।

FCPS Medicine, MD Gastroenterology—জ্ঞানের নক্ষত্র জ্বলে,
MACG USA, FRCP Edinburgh—সুনামে সব দিগন্ত ঢলে।

সিলেট, খুলনা, ফরিদপুর—সহকারী অধ্যাপক হয়ে চলেন,
শেষে সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রধান হোন, জ্ঞান জ্বলজ্বলে বোলেন।

গ্যাস্ট্রোএন্টারোলজি, লিভার রোগ, হেপাটাইটিসের যত্ন দেন,
এন্ডোস্কপি, কোলনোসকপি, রোগীর আশা জীবনে আনেন।

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ধানমন্ডির চির আলো,
সন্ধ্যা ৬:৩০ থেকে ১১:৩০, রোগীর মুখে হাসি আর ভালো।

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজেও তিনি গৌরবের ছায়া,
সকাল ১০ থেকে দুপুর ১, জ্ঞান-চিকিৎসার দ্যুতি দেয় জয়ধ্বজা।

স্ত্রী গৌরী ধর পাশে, দুই সন্তান—স্নিগ্ধা ও তন্ময়,
পরিবারে সুখ, ধৈর্য্য, ভালোবাসা—জীবনের চির ময়ূরধ্বজ।

রবীন্দ্রসংগীত, হেমন্ত, লতা, রুনা, সাবিনা—সুরের রস,
রাত্রি কাজের সময়ে শোনেন, মন ভরে শান্তির কোষ।

হেপাটাইটিস বি ও সি প্রতিরোধে পরামর্শ দেন নিরন্তর,
রোগী ও ছাত্র-ছাত্রী শিক্ষায় পান জীবনের অমর।

ডাঃ স্বপন চন্দ্র ধর—আলোর প্রতীক, মানবতার দিশা,
গ্যাস্ট্রো ও লিভারে জীবন, আশা আর সুস্থতার নিশা।

----------------------------------------------------


No comments:

Post a Comment