রূহ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
ওরে মানব! জাগরে আজ, শুন আসমানের গান,
রূহ যে রহস্য! অচেনা আলো, অমর দয়ার দান।
আল্লাহর আদেশ! বজ্রের মতো ধ্বনি,
রূহ ছাড়া দেহ তুই শূন্য খোলসখানি।
ওরে নিথর মাটি! প্রাণের জ্বালা কই?
রূহ এলে জেগে ওঠে জীবন আলোকময়।
কোরআন বলে — "রূহ আমার প্রভুর হুকুম,
মানবের জ্ঞানে নেই তার মর্মের রূপ।"
বজ্রধ্বনি তোলে রূহের নামের তানে,
দুনিয়ার কোন জ্ঞান তার নাগাল পায় না প্রাণে।
ওরে মানব! অহংকার ভাঙ, কর সিজদাহ নত,
রূহের ঝংকারে তুই খুঁজ শান্তির রত।
রূহ যে নূর! কোরআনেরই আলো,
রূহ যে রহমত! মুক্তিরই পথচালো।
ওরে দেহের ভিখারি, শোন আসমানের সুর,
রূহ ছাড়া তোর দেহ কেবলই কবরের পুর।
তাই ডাক আল্লাহকে, জাগ ঈমানের দীপ,
রূহের ঝড় তুলুক তোর বুকে বজ্র-শক্তি থিপ!
রূহেরই গান তোলে মুক্তির ডাক,
ওরে মানব! আজই তুই ফিরে আয় হক।
--------------------------------------------
No comments:
Post a Comment