জনপ্রিয় ভিপি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
ওহে এ প্রজন্ম, শোনো আকাশদল ভাঙা তেজে,
জনপ্রিয় ভিপি, আগুনধারা সাহসী প্রাণের রেজে!
মৈশন মিয়ার ঘরে জন্ম, ৭২–এর অগ্নিশিখায়,
সূর্যের মতো দীপ্তিমান, আলোয় ঝলমল প্রতিটি ছায়া।
নুরল ইসলাম চৌধুরীর সন্তান, অজুফার ছায়া ঘেরা,
শৈশবেই জেগেছিল বিপ্লবী চেতনা, নক্ষত্রের মতো তারা।
ঈদগাহ উচ্চ বিদ্যালয়, ৮৮–এর এসএসসি–র পত্রে,
ছাত্ররাজনীতির অগ্নিপরীক্ষা, বলিষ্ঠ চেতনার ঝর্ণা প্রবাহিত শ্রোতে।
ওহে এ প্রজন্ম, শোনো আকাশদল ভাঙা তেজে,
জনপ্রিয় ভিপি, আগুনধারা সাহসী প্রাণের রেজে!
৯১–৯২ ভারপ্রাপ্ত জি এস–এর প্রথম বজ্রচিহ্ন,
৯৩–৯৬ ভিপি, সমতার ডাক ছড়ায় ঝড়ের মতো অনন্ত।
দুই বছর কারাভোগে শেখা, ধৈর্য ও অটল দৃঢ়তা,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জনসেবায় অদম্য শক্তি স্থিরতা।
মৈশন হাই স্কুলে ওয়াজ, দোয়া, সামাজিক ছাপ রেখেছে,
২৩ বছরে আশীর্বাদ ছড়িয়ে, বিপ্লবী ছায়ার মতো প্রেরণার রেখা।
৬ হাজার মানুষের জানাযায় লেখা ইতিহাসের অমলিন অধ্যায়,
মৈশন হাই স্কুলের সভাপতি দুইবার, জনতার হৃদয়ে অম্লান ছায়া।
ওহে এ প্রজন্ম, শোনো আকাশদল ভাঙা তেজে,
জনপ্রিয় ভিপি, আগুনধারা সাহসী প্রাণের রেজে!
মৈশন সূর্য্য উদয় সংঘের সভাপতি, অদম্য শক্তির প্রতীক,
কাপাসিয়া আঞ্জুমানে রহমানিয়া মাইজ ভান্ডারিয়ার নেতা, জনসেবার শিখ।
৯০ দশকের ফুটবল মাঠে, ৮৫–৯৭–এর পরিশ্রমের গর্জন,
ঢাকা দিলকুশা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, সাহসের অগ্নিবর্ষণ।
নদীর মতো প্রবাহমান, পাহাড়ের মতো দৃঢ়, বাতাসের মতো বেগবান,
জনপ্রিয় ভিপি, হাফিজুল হক চৌধুরী, ইতিহাসে অম্লান!
শ্রদ্ধা, ভালোবাসা, তেজ আর বিপ্লবী চেতনায় চিরস্থায়ী ধ্রুবতারকা,
হৃদয়ে সঞ্চিত অগ্নিশিখা, চলুক তার পথ, অজস্র প্রজন্মকে আলোকিত করার জন্য উদ্দীপক যাত্রা!
------------------------------------------------------------------
No comments:
Post a Comment