Monday, September 8, 2025

অধ্যাঃ একেএম মাজহারুল ইসলাম

 অধ্যাঃ একেএম মাজহারুল ইসলাম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
পেল্টো সম্মান জ্বলে আকাশের তারা,
কাপাসিয়ার সন্তান তিনি দীপ্তির ধারা।
অধ্যাপক একেএম মাজহারুল ইসলাম, জ্ঞানের আলোক,
মানবতার তরে রাখেন গবেষণার শপথ।

শ্রেণীকক্ষের গণ্ডি পেরিয়ে মাঠে মাঠে যান,
প্রায়োগিক নৃবিজ্ঞানে খুঁজে পান জীবনের গান।
ইউনিসেফ, ডব্লিউএইচও, সেভ দ্য চিলড্রেনের স্বপ্ন,
তাঁর হাতে রচিত হয় ভবিষ্যতের রত্ন।

জনস্বাস্থ্য, উন্নয়ন, গ্রামীণ প্রাণের কথা,
তাঁর গবেষণায় মেলে মানবতার ব্যাখা।
আঠারো গ্রন্থ, পঁয়ত্রিশ প্রবন্ধ, জ্ঞানের দীপশিখা,
জাতি গর্বে বলে—তিনি বাংলার দিশা।

চিনাডুলির মাটি বুকে বহে শিক্ষার শপথ,
শিক্ষকের সন্তান তিনি, আলোকিত পথ।
শাহজালালের অঙ্গনে তিনি আলোর দীপ,
নৃবিজ্ঞানের বুকে রাখেন মহিমান্বিত সীপ।

হে অধ্যাপক একেএম মাজহারুল ইসলাম, দেশের শ্রেষ্ঠ দান,
তুমি জ্ঞানের আকাশে ধ্রুব তারার মান।
কাপাসিয়ার বুকে বাজে গৌরবের বাঁশি,
তোমার জয়গান গায় প্রতিটি পাখি-আকাশি।
-------------------------------------

No comments:

Post a Comment