দিলু এক সাহসী যুবক
কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------------------
বানরহাওলার প্রভাত ফুঁড়ে উঠল এক দীপ্ত শিখা,
নুরুল ইসলামের ঘরে জন্ম নিল বজ্রের দীক্ষা।
সোনালী আলোয় দীপ্ত হলো এক সাহসী তরুণ প্রাণ,
সাইফুল ইসলাম খান—দিলু নামেই পরিচয় পান।
পথে পথে জেগে উঠল মিছিলের বজ্রনিনাদ,
শোষিত বঞ্চিতের কণ্ঠে গর্জে উঠল বিদ্রোহী সাদ।
“অধিকার চাই! মুক্তি চাই!”—ধ্বনি কাঁপালো আকাশ,
দিলুর নেতৃত্বে তপ্ত হলো রুদ্র সময়ের বাতাস।
ছাত্রলীগের সভাপতি তিনি—এক প্রেরণার শিখা,
ঝড়ের মতন হাঁক ছুটে এলো শত্রুর বুক চিরে দীক্ষা।
কারাগারের লোহার শৃঙ্খল ভাঙল না তার কণ্ঠ,
বরং সেখানে বাজলো স্বাধীনতার উদ্দাম সংগীত অম্লান।
লাঞ্চিতের, বঞ্চিতের, শোষিতের প্রহরী তিনি,
মানবতার দীপ্ত প্রদীপ—অদম্য বিপ্লবের ঋণী।
স্বৈরাচারের রক্তচোখে দাঁড়ালেন অটল শপথ,
“অন্যায় যতই আসুক, হবে না কখনো অপসৃত।”
কাপাসিয়া ব্যবসায়ী সমিতির নির্বাচিত রথী,
মানবতার সেবায় ছিলেন সদা কর্মনিষ্ঠ সত্যি।
তারপর এলো নতুন ডাকে জাতীয়তাবাদের গান,
বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন তিনি মহান।
কিন্তু হায়! হুলিয়া, জেল, জুলুমের আঁধার ছায়া,
দেশ ছাড়তে হলো তাকে, মলিন হলো প্রভাতের মায়া।
সুদূর আমেরিকার মাটিতে গড়লেন নতুন ঘর,
তবু হৃদয়ে বেঁচে থাকে কাপাসিয়ার প্রিয় অন্তর।
দিলু এক সাহসী যুবক—নতুন প্রজন্মের দীপ,
তার বিদ্রোহী চেতনা আজও করে আমাদের সজীব।
বারবার জন্ম নিক এ মাটিতে এমন অদম্য প্রাণ,
যে লড়বে অবিচারের বিরুদ্ধে, হবে বজ্রনির্ভীক দান।
হে দিলু, তোমার পথ চলা হোক দিবাকরের মতন,
উজ্জ্বল হোক প্রেরণার আলো, মুক্তির হোক অনুক্ষণ।
যতদিন কাপাসিয়ার বুক গেয়ে যাবে জাগরণের গান,
ততদিন বেঁচে থাকবে—সাহসী দিলুর মহান নাম!
--------------------------------------------------------
No comments:
Post a Comment