Thursday, September 11, 2025

সূর্য সন্তান

 সূর্য সন্তান

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*******************************
আলহাজ্ব আবুল হাসেম মাষ্টার, কাপাসিয়ার সূর্য জ্বলে রত্ন,
মুক্তিযুদ্ধের বীর নক্ষত্র, সম্মুখ যুদ্ধে অংশ নেন প্রতিটি ক্ষণ।
পাক বাহিনীর মুখোমুখি দাঁড়ানো, সাহস তাঁর চির অদম্য,
বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের ঘনিষ্ঠ সহচর, সত্যের পথে অদম্য।

ফকির সাহাবুদ্দিনের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু,
টোক ইউনিয়ন সংগ্রামের আলোকে, নেতৃত্বে ছিলেন সুবৃহৎ বন্ধুর মতো।
স্বাধীন বাংলাদেশের প্রথম চেয়ারম্যান, নামকরণ কমিটির কনিষ্ঠ নেতা,


প্রাথমিক শিক্ষক সমিতি কাপাসিয়ার ভারপ্রাপ্ত সভাপতি, দায়িত্বে ছিলেন নেতা।

টোক ইউনিয়নের দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক, ইতিহাস গড়ে চলা,
১৯৬৯ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সবার মাঝে প্রেরণার আলো জ্বালা।
টোক কলেজের প্রথম প্রস্তাবক, মোমতাজ উদ্দিন আহমেদের নামে নামকরণ,
টোক রনেন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির ভরসা ধরন।


টোক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুইবার নির্বাচিত সভাপতি, জনকল্যাণে অগ্রণী,
টোক বাজার কমিটির দুইবার সভাপতি, কেন্দ্রীয় মসজিদের সহ-সভাপতি উদার ও প্রগাঢ়।
নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার জমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি,
বাইতুল হুজুল মসজিদের সভাপতি, সমাজসেবায় ছিলেন চিরন্তন অমর প্রতিভা।
টোক ইউনিয়ন উয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের উপদেষ্টা, আওয়ামীলীগে উপদেষ্টা,
ভেংগুরদী প্রাথমিক বিদ্যালয়ের প্রস্তাবক ও প্রতিষ্ঠাতা সভাপতি, শিক্ষা ও মানবতার উৎস।

জাতীয়, উপজেলা ও স্থানীয় নির্বাচনে পোলিং ও প্রিজাইডিং অফিসার ছিলেন,
নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক, দায়িত্ব পালনে কখনোই ছাড় দেননি।
জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক ও রাজনৈতিক পদে সর্বদা ছিলেন প্রজ্ঞার ঝরনা,
সাদা মন, ধার্মিক, পরউপকারী, নিখুঁত নৈতিকতার জীবন্ত ধারা।

ময়মনসিংহ ১০ আসনের সাবেক এমপি ক্যাপ্টেন গিয়াস উদ্দিনের বন্ধু শৈশবের স্মৃতি,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ, কাপাসিয়াতে আসার প্রথম দাওয়াতের প্রতীতি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ, শিল্প ও সাহিত্যের আলোয় ভরা,
গ্রাম গঞ্জে বিনাপারিশ্রমি চিকিৎসা, অসহায়দের জীবন হয়ে ওঠে চিরন্তন ধারা।

মুক্তিযোদ্ধাদের ঔষধ আনতে ঢাকা থেকে আসার পথে, শ্রীপুরে প্রাক-বাহিনীর হাতে আটক,
কিন্তু আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান, জীবন হয়ে ওঠে জাতির অনন্য শক্তির প্যাক।
সূর্য সন্তান আলহাজ্ব মাষ্টার, নৈতিকতা, সাহস ও মানবতার দীপ্তি,
চিরকাল আমাদের হৃদয়ে জ্বলে, পথ দেখায় জাতির প্রতি অমল শিখা ও শক্তি।

------------------------------------------


No comments:

Post a Comment