Thursday, September 18, 2025

হত্যার মিছিল

 হত্যার মিছিল

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া, গাজীপুর
*********************************************

কি ভয়ানক চিত্র! রক্তাক্ত বাংলা, দিকে দিকে হত্যার মিছিল,
পারিবারিক দ্বন্ধ, রাজনৈতিক প্রতিহিংসা, শত্রুতা মেখেছে প্রতিটি বিচিত্র রাস্তায়।

ঝোপঝাড়ে লুকানো অসুরী রোষ, নদী-নালা দগ্ধ ক্রন্দনে কেঁপে উঠে,
খালে-বিলে ভেসে যায় মৃতদেহ, পথের মাটিও চিৎকার করে শোকের সুরে।

জীবনের নিরাপত্তা কোথায়? প্রশ্ন করে শূন্য আকাশ,
প্রত্যেক শ্বাসে ধরে রাখে মৃত্যুর অমৃত হাহাকার।
রাষ্ট্র যন্ত্র কি আছে? প্রশ্ন জাগে, নীরবতায় ডুবে,
গাছের ছায়ায় লুকানো চিৎকার, পাথরের ফাঁকে ফাঁকে মৃত্যুর তাণ্ডব।

ঝর্ণার ধ্বনি যেন চিৎকার করে সভ্যতার দুর্ভিক্ষ,
পথে-ঘাটে লেখা আছে অসুরতুল্য বর্বরতার ইতিহাস।
শহরের রাস্তায় ভেসে যায় নির্দোষের রক্তাক্ত আহ্বান,
সদ্য ঝরা প্রাণের গন্ধে ভারী নিঃশব্দ শোক।

দিকে দিকে হত্যার মিছিল ছড়িয়ে আছে,
নদীর ঢেউ, খাল-বিল, প্রতিটি কোণ ভরে হাহাকার।
পারিবারিক দ্বন্ধ, রাজনৈতিক প্রতিহিংসা, ভীষণ শত্রুতা
সমাজের রন্ধে রন্ধে, ছড়িয়েছে অবিরাম।

মানব সভ্যতা যেন তলিয়ে গেছে অন্ধকারের হিমাংশুতে,
পথে-ঘাটে থমথমে দুঃখ, নীরব দণ্ড, মৃত্যুর তাণ্ডব।
অসুরের মত হিংস্র হত্যার মিছিল চলে চিরন্তন অভিশাপে,
জীবনের নিরাপত্তা কোথায়? খুঁজে পাই না কোনো ঠিকানা।

রাষ্ট্র যন্ত্র কি আছে? প্রশ্ন জাগে প্রতিটি নিঃশ্বাসে,
দিকে দিকে হত্যার মিছিল থামে না, চিরকাল হিংস্রতার নীরব নৃত্যে।
রাত্রির অন্ধকারে ঝরে যায় তীব্র চিৎকার,
মানব সভ্যতার দুর্ভিক্ষে, ন্যায়-ধর্মের স্তম্ভ ভেঙে পড়ে,
রক্তাক্ত বাংলা, জীবনের নিরাপত্তা কোথায়, রাষ্ট্র কি আছে—
কি ভয়ানক চিত্র! প্রশ্ন করে প্রতিটি প্রাণ।

জাহেলী যুগের দিকে কি বাংলাদেশ?
প্রশ্নটা ঘুরে ফিরে বাজে প্রতিটি শহর, প্রতিটি গ্রামে,
হত্যার মিছিলের নীরব হাহাকার, বিদ্রোহী নদী-নালার ধ্বনি,
মানুষের আশা যেন নিঃশ্বাসের সঙ্গে বিলীন।

অসুরী হিংস্রতা, অমানবিক নৃশংসতা,
পরাধীন মনুষ্যত্বের শূন্যতা, রক্তে লালিত প্রতিটি শহর—
এই রক্তাক্ত বাংলা, এই হত্যার মিছিল,
জাগায় প্রশ্ন: জীবনের নিরাপত্তা কোথায়? রাষ্ট্র কি আছে?
আর আমরা কি জাহেলী যুগের দিকে ধাবিত হচ্ছি?
----------------------------------------------------


১৮-০৯-২০২৫

No comments:

Post a Comment