Monday, September 8, 2025

বঙ্গতাঁজের সহচর মাষ্টার মতিউর রহমান

 বঙ্গতাঁজের সহচর মাষ্টার মতিউর রহমান

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
দূর্গাপুরের মাটির বুকে জন্ম নিলো এক দীপশিখা,
নীতির প্রদীপ, ত্যাগের অগ্নি, সততার দীপ্তিকা।
বঙ্গবন্ধু-বঙ্গতাঁজের প্রিয় সহচর মহান,
মাষ্টার মতিউর রহমান—ইতিহাসে অম্লান।

১৯২৫ সালের পহেলা ফেব্রুয়ারি জন্ম তার,
গোসাইরগাঁও গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবার।
পিতা জওয়াহের হোসেন ছিলেন সমাজ সচেতন প্রাণ,
সেই ঘরে ফুটলো আলো—মুক্তির সংগীত গানে গান।

মক্তবে নিলেন প্রথম পাঠ ধর্মীয় জ্ঞানের আলোয়,
লাখপুর-শিমুলিয়া স্কুলে চললেন বিদ্যার পালোয়ান ভেলায়।
১৯৪২ সালে উজ্জ্বল এনট্রান্স পাসের জয়,
সহপাঠী ফকির সাহাবুদ্দীন—বন্ধুত্বে অটুট অটলময়।

শাহাবুদ্দীনের সাথে কাটে হোস্টেল জীবনের দিন,
দুষ্টুমির গল্প আজো গ্রামে কিংবদন্তি রঙিন।
শৈশবের সে বন্ধন রাজনৈতিক জীবনেও অটুট,
আদর্শে সৎ, সংগ্রামে দৃপ্ত, সত্যের পথে অবিচল রুট।

১৯৪৮-এ জন্ম নিল ছাত্রলীগ দীপ্তিতে ভরা,
সেই সময়েই তিনি হলেন কর্মী, ত্যাগে অদ্বিতীয়া সরা।
রেসকোর্সে জিন্নাহ বললেন—উর্দুই রাষ্ট্রভাষা হবে,
মতিউর গর্জে উঠলেন—“না, বাংলাই রাষ্ট্রভাষা হবে!”

ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হলেন,
দুর্গাপুরে আওয়ামী লীগের সভাপতি হয়ে জ্বললেন।
কাপাসিয়া থানা আওয়ামী লীগেরও প্রতিষ্ঠাতা শিলা,
পাকিস্তানি সামরিক শাসনে প্রতিবাদের মশাল তোলা দিগ্বিজয় খিলা।

১৯৫৪-তে যুক্তফ্রন্টে দিন-রাত কাজ করলেন,
আড়াল মাঠে ভাসানীর জনসভা সফল করে তুললেন।
১৯৫৬-তে রানীগঞ্জ স্কুল মাঠে এলেন বঙ্গবন্ধু মহান,
এই জনসভা আয়োজনের প্রধান উদ্যোক্তা মতিউর রহমান।

৬ দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, মুক্তির প্রহর,
১৯৭০-এর নির্বাচন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধে তিনি অগ্রগণ্য অবর।
যোদ্ধাদের সংগঠিত করে পাঠালেন ভারতে প্রশিক্ষণে,
দেশমুক্তির স্বপ্নে তিনি দাঁড়ালেন দৃপ্ত বাণীতে।

১৯৭০-এ প্রাদেশিক পরিষদে মনোনয়নপ্রত্যাশী ছিলেন,
ফকির শাহাবুদ্দীন মনোনয়ন পেলেও তিনি দৃঢ়তায় দাঁড়ালেন।
তিনি শুধু নেতা নন, ছিলেন সুনামধন্য শিক্ষক,
বেগুনহাটি, দড়িমেরুন, রানীগঞ্জে ছাত্রদের দিলেন আলোর শিখক।

১৯৮৩-তে অবসর নিলেন চাকরি হতে,
এরপর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলেন জনগণের সাথে।
পারিবারিক জীবনে ৫ পুত্র, ৪ কন্যার গর্বিত পিতা,
তাদের রক্তে আজো বয়ে চলে আওয়ামী চেতনার গাথা।

বড় ছেলে সামসুল হুদা লাল মিয়া অগ্রনায়ক শির,
দুর্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সংগ্রামী ধীর।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আজো,
পিতার আদর্শে দীক্ষিত হয়ে এগিয়ে চলেছে কাজো।

২০১৫ সালের ২৬ মে নিভে গেলো সেই প্রদীপ শিখা,
তবু তাঁর ত্যাগ-আদর্শ জাগায় প্রাণে নতুন দীপ্তিকা।
মাষ্টার মতিউর রহমান—সততার মহাকীর্তি,
বঙ্গবন্ধু-বঙ্গতাঁজের ঘনিষ্ঠ সহচর, ইতিহাসের অমর গীতি।
------------------------------------------------------------------


No comments:

Post a Comment