জ্ঞানের প্রদীপ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*******************************
কাপাসিয়ার কৃতি প্রাণ, মোল্লা বাড়ীর সন্তান,
ড. আনোয়ার হোসেন মোল্লা, জ্ঞানের দীপ এই ভুবন।
শরীয়াহ নীতির নদী বয়ে যায় তার বাণীর ধারায়,
সিটি-মেঘনা-আইএফআইসি ব্যাংকের প্রজ্ঞা ঝরে আলো ছড়ায়।
যমুনা-এনসিসি ব্যাংকের পথে স্থাপন করে সত্যের দীপ,
সমাজে ঝরে সততার জলধারা, নদীর ঢেউয়ের মধুর ঝিপ।
উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসায় তিনি চাঁদের আলো,
ছাত্রজীবনের অন্ধকার ভেদ করে জ্ঞানের পাথরে ঝরে আলো।
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে এডজাঙ্কট ফ্যাকাল্টি,
ইসলামিক স্টাডিজে শিক্ষা জ্বেলে অনন্ত দীপ্তির শক্তি।
টক শো-আলোচনায় জ্ঞানের ঝর্ণা, উত্তরে ধ্বনিময় বাতাস,
“সফরে জ্যামে নামাজ?”—উত্তর যেন পাহাড়ের স্পষ্ট প্রতাস।
ইসলামী সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসে রেখেছেন দীপ্ত চিহ্ন,
বাঙলা সাহিত্য গবেষণায় বাজে জ্ঞানের ঝংকার, বনধুনিক সিম্ফনি চিহ্ন।
মানবতার কল্যাণে জ্ঞানের প্রদীপ জ্বলে দিন-রাত,
ড. আনোয়ার হোসেন মোল্লা, সত্য ও ন্যায়ের পথিক, অমলিন বাতাত।
শরীয়াহ জ্ঞান বয়ে যায় সমাজে ন্যায়ের স্রোতে,
আলোর দিশা হয়ে দাঁড়ায় অন্ধকারের ঘন সীমানাতে।
শিক্ষা ও প্রজ্ঞা মিলিয়ে তিনি তলে তলে দীপ্তি ছড়ান,
ছাত্র-সমাজে সত্যের প্রদীপ জ্বলে, অনন্ত আলো ছড়ান।
ইসলামিক চিন্তা ও নীতির ঝর্ণাধারা ছড়ায় নদীর মতো,
ড. আনোয়ার হোসেন মোল্লা পথিক সত্যের, দীপের আলো শোভায় ভোরের মতো।
মানবতার কল্যাণে জ্ঞানের প্রদীপ জ্বলে অবিরত,
ড. আনোয়ার হোসেন মোল্লা, পথিক সত্যের, ন্যায়ের অনন্ত বাতাত।
------------------------------------------।
------------------------------------------
No comments:
Post a Comment