কবরের শাস্তি
কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------------------
কবরের ধুলোয় লুকায় মরণসত্তার ভয়,
ভয়ঙ্কর আয়নায় দেখা যায় জীবনের বোয়।
ফেরেশতারা আসে প্রশ্ন নিয়ে করুণ,
“কে তুমি?”—ধ্বনিত হয় অন্তরের গুণ।
সৎকাজের পথ পায় শান্তির আলো,
পাপ পথে হারায় প্রাণ, ভয়ঙ্কর কাল হলো ।
কবরের কোণে চুপচাপ আছড়ে পড়ে শাস্তি,
হৃদয় কাঁপে, কান্নায় ভরে নিরব রাতি।
কোরআন বলে: “অদৃষ্ট যারা করেছে পাপ,
কবরের আয়নায় তাদের দেবে ঠিক তত্ত্বসাপ।”
হাদিস শোনায়, মলায়েমায় আয়নায় দাঁড়ায়,
ভয়ঙ্কর ফেরেশতাদের প্রশ্নে হৃদয় কাঁপে নায়।
সৎকাজী, তওবার পথে যারা চলে,
কবরের আঙিনায় তাদের শান্তি মেলে।
পাপীর জন্য নেই আর কোনো অবকাশ,
প্রভুর ন্যায়বিচারে পায় তারা কষ্টের আকাশ।
ভয়ঙ্কর চিৎকারে ভরে যায় মৃতের রাত,
কর্মই নির্ধারণ করে মুক্তি বা শাস্তির ছাত।
অতএব সচেতন হও, করুণ তওবা,
সৎকাজের আলোয় ভরে দাও জীবন-গগন-গাঁ।
--------------------------------------------------------
No comments:
Post a Comment