রাত্রির উজ্জ্বল আলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
********************************
--------------------------------------------------
তুমি আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ মোল্লা, ফুলবাড়িয়ার সন্তান,
ঐতিহ্যবাহী মোল্লা বংশে তোমার জীবন দহন।
১৯৬৮ সেপ্টেম্বর জন্ম, ধ্রুবতারা দীপ্ত আলো,
অন্ধকারে দিশারী তুমি, পথের প্রদীপ ভালো।
তোমার পিতা মহাদ্দিস, মাওলানা আব্দুর রশিদ,
কামরা মাসক সিনিয়র মাদ্রাসায় রেখেছেন জ্ঞানের নিদ।
প্রাথমিক, উচ্চ বিদ্যালয় – ফুলবাড়িয়ার শিক্ষা ধরা,
সপ্তম শ্রেণী শেষে মাদ্রাসায় এলো নতুন পথ ধরা।
১৯৮৬ দাখিল পাস, লিখলে জ্ঞানের গান,
১৯৮৮ জামালপুর ডিগ্রী কলেজে এইচএসসি মহান।
কালিগঞ্জ শ্রমিক কলেজে বিএ পরীক্ষার দ্বার,
পাশ হয়নি, তবু থামেনি তোমার সংগ্রামপার।
কাপাসিয়ার ব্যবসায় নামলে, গড়লে স্বপ্নের হাট,
বাজার সমিতির নির্বাচনে সংগঠনিক হালকাঠ।
রাজনীতির আঙিনায় প্রবেশ করলে অগ্নিশপথে,
১৯৮৩ ছাত্রদলের ওয়ার্ড সভাপতি, দৃপ্ত সেই রথে।
১৯৮৮ ইউনিয়ন ছাত্রদল সভাপতির তরে,
তারুণ্যের আগুন জ্বলে তোমার বজ্রঘরে।
১৯৯৫ থেকে তিনবার ভোটে যুবদলের নেতৃত্ব,
সভাপতি তুমি, ইতিহাসে রয়ে গেছে সুস্পষ্ট।
উপজেলার সিনিয়র যুগ্ম সম্পাদক, সহ-সভাপতি ধ্বনি,
ভারপ্রাপ্ত সভাপতির আসন, দুই বছরের বাণী।
গাজীপুর জেলা যুবদলের কৃষি সম্পাদক তুমি,
কৃষকের ঘামে লেখা তোমার কর্তব্যধর্মী নামই।
আজ তুমি দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি,
জনতার স্বপ্নে দাঁড়াও তুমি অগ্নিবীণার গীতি।
সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে বিদ্রোহী কণ্ঠ,
ন্যায়-নীতির পতাকাতে অঙ্গীকার অম্লান যুক্ত।
রাত্রির উজ্জ্বল আলো তুমি, জনতার কাঙ্ক্ষিত স্বপ্ন,
সৎ ও বিনয়ী চরিত্রে ভাসে আগামীর দহন।
আজ তোমার বয়স ছাপ্পান্ন, তবু আগুন নিভেনি,
দূর্গাপুরের ধ্রুবতারা তুমি—অমর বিদ্রোহী বেণী।
--------------------------------------
No comments:
Post a Comment