Friday, September 12, 2025

শিক্ষার অগ্রদূত

 শিক্ষার অগ্রদূত

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
********************************
দূর্গাপুরের বুকে ভোরে, ১৯৩০ দশকের গান,
জন্ম নিলেন আলো হয়ে—প্রফেসর মান্নান।
আব্দুল মজিদ–এশা খাতুন, স্নেহের আঁচল তলে,
শিক্ষার শিখা জ্বালতে তিনি, এলেন পৃথিবি জগতে।

১৯৪৮ সালে ম্যাট্রিক পাস, প্রথম বিভাগের জয়,
কাপাসিয়ার ইতিহাসে তিনি, রইলেন দীপ্তিময়।
১৯৫০-এ ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পাশ,
আশার প্রদীপ জ্বালালেন তিনি, জ্ঞানের নির্মল আভাস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে, ছিল তার অগ্রগতি,
১৯৫৪-তে এম.এ. ডিগ্রি, সাফল্যের জ্যোতি।
পরে বিএড লাভ করে, গড়লেন জ্ঞানের ধারা,
শিক্ষকতার মশাল হাতে, ছড়ালেন আলোকধারা।

সহকারী থেকে অধ্যাপক, পদে পদে গৌরব,
অসংখ্য ছাত্রের প্রাণে তিনি, শিক্ষার অনুরাগ।
তিনি ছিলেন অগ্রদূত, আলো ছড়ানো প্রদীপ,
মহান আল্লাহ করুন দয়া, রাখুন জান্নাত নিকট-সঙ্গী।
--------------------------------------------------

No comments:

Post a Comment